ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু

প্রকাশিত: ০৫:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৬

আজ সারাদেশে এসএসসি  পরীক্ষা   শুরু

স্টাফ রিপোর্টার ॥ দশ শিক্ষা বোর্ডের ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ পরীক্ষার্থীর অংশগ্রহণে আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন সকাল দশটায় অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা। রাজধানীর পরীক্ষার্থীরা যাতে যানজটে না পড়ে, যাতে সময়মতো পরীক্ষা কেন্দ্রে যেতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকের স্থান ও সময় পরিবর্তন করেছেন। পরীক্ষা শুরুর আগে তিনি সড়কেও নামবেন না। মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এদিকে প্রশ্ন ফাঁস বন্ধসহ শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি শেষ করা হলেও ফেসবুকে ভুয়া প্রশ্ন দিয়ে সক্রিয় হয়ে উঠেছে প্রতারকচক্র। প্রতারকরা ফেসবুকে প্রশ্ন দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। আজ সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতদিন এ বৈঠকের জন্য সকাল দশটায় এবং বৈঠকটি সচিবালয়ে হয়ে এলেও আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে বলে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন। প্রধানমন্ত্রী চান না তার কারণে এসএসসি পরীক্ষার্থীরা কোন ভোগান্তিতে পড়ুক, সেজন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আশরাফুল আলম খোকন। তিনি আরও জানিয়েছেন, পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশের পর প্রধানমন্ত্রী সকাল সাড়ে দশটায় গণভবন থেকে বের হবেন। নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর যাতায়াতের পথের সড়ক সাময়িক বন্ধ রাখায় জনবহুল ঢাকায় যানজটের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের ফলে সকালে হাজার হাজার পরীক্ষার্থী যাটজটের ঝামেলা ছাড়া স্ব স্ব কেন্দ্রে যেতে পারবেন বলে স্বস্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা। ঢাকা মহানগরীতে আজ ৬৫ কেন্দ্রে প্রায় এক লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। যারা প্রত্যেকেই দশটার পরীক্ষার জন্য নয়টার পরই রাস্তায় বের হবেন দ্রুত কেন্দ্রে প্রবেশের আশায়। এ অবস্থায় প্রধানমন্ত্রীর উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক ফোরামের নেতৃবৃন্দসহ সাধারণ অভিভাবকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ জানিয়েছেন তারা।
×