ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্মীয় অনুভূতি উস্কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা ॥ আমু

প্রকাশিত: ০৫:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৬

ধর্মীয় অনুভূতি উস্কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা ॥ আমু

বিশেষ প্রতিনিধি ॥ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি জঙ্গীরা যাতে জামিন না পায় সেজন্য আইনী পদক্ষেপও নেয়া হবে। মাদকবিরোধী অভিযানও জোরদার করা হবে। রবিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে, উস্কানিমূলক কর্মকা-ের মাধ্যমে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বৈঠকে আইনী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ধরনের অপতৎপরতা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, জঙ্গী অর্থায়নের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। জঙ্গীরা যাতে জামিন না পায় সেজন্য আইনী পদক্ষেপ নেয়া হবে। এছাড়া মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়, পুলিশ জঙ্গীদের গ্রেফতার করে আদালতে পাঠাচ্ছে। কিন্তু আদালত থেকে জামিন নিয়ে তারা কারাগার থেকে বেরিয়ে আসছে। কারামুক্তির পর তারা আবার জঙ্গী তৎপরতা চালাচ্ছে। তাই তারা যাতে জামিন না পায় সে লক্ষ্যে পিপিদের (পাবলিক প্রসিকিউটর) সচেষ্ট থাকতে হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে দেশের সকল পিপিদের নির্দেশনা দেয়া হবে। এছাড়া চোরাচালান প্রতিরোধে বিজিবিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। সূত্র মতে, বৈঠকে বলা হয়, বিভিন্ন সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে অনেকবার। এখন থেকে সরকার এ ব্যাপারে কঠোর অবস্থান নিচ্ছে। কেউ কোন অবস্থার কারও ধর্মকে নিয়ে কটাক্ষ করবে না। এমনকি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোন কার্যকলাপ বা কাজ করা যাবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। এ জাতীয় কর্মকা- ঘটালে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর নির্দেশ দেয়া হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটকমন্ত্রী রাশেদ খান মেনন, আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক, স্বরাষ্ট্রসচিব ড. মোজাম্মেল হক খান, আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রমুখ।
×