ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্যত্র সহিংসতায় কৃষকের মৃত্যু, বসতঘরে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চৈঃস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে হত ২

প্রকাশিত: ০৫:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চৈঃস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে হত ২

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উচ্চৈঃস্বরে গান বাজানো নিয়ে ঝগড়া-বিবাদের জের ধরে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালিকাপুর এলাকায় স্থানীয় আবুল কালাম ও জালাল উদ্দিন নামের দুই প্রভাবশালী ব্যক্তির সমর্থকদের মধ্যে দু’দফা সংঘর্ষের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো কালিকাপুর এলাকার কদম আলী বেপারীর ছেলে আব্দুস সালাম ও একই এলাকার দুদু মিয়ার ছেলে লাল মিয়া। আহতদের জেলা সদর ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সাতক্ষীরায় বিরোধীয় জমিতে বোরো ধান চাষ করা নিয়ে বিত-ার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মুজিবর রহমান সরদার রবিবার সকাল সাতটার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মুজিবর রহমান সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের মৃত আফছার সরদারের ছেলে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদেরÑ জানা গেছে, বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কালিকাপুর গ্রামের আনু মিয়ার ছেলের বিয়েতে উচ্চৈঃস্বরে গান বাজানো নিয়ে আবুল কালাম ও জালাল উদ্দিনের বাড়ির ছেলেমেয়েদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় শুক্রবার বাঞ্ছারামপুর থানায় মামলা হয়েছে। এর জের ধরে রবিবার সকাল ৮টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাঝখানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বেলা ১১টার দিকে আবার মারামারি-সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে সালাম ও লাল মিয়া ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে। পুলিশের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং নতুন করে বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সাতক্ষীরা ॥ শুক্রবার সকাল ১০টায় প্রতিপক্ষের হামলায় মুজিবর রহমান সরদারসহ তার পরিবারের চারজন জখম হয়। গোবরদাড়ি গ্রামের আবু হাসান জানান, গোবরদাড়ি মৌজার পোড়ামাঠ বিলে তাদের কেনা জমি হাফিজুর রহমান হত্যা মামলার আসামি তৈয়বুর রহমানসহ তাদের লাঠিয়াল বাহিনী শুক্রবার সকাল ১০টার দিকে জবরদখল করে বোরো ধান লাগাতে গেলে তারা বাধা দেয়। এতে তার বাবাসহ চারজন জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় তার বাবা মুজিবর রহমানকে শনিবার রাত ৮টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল সাতটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নোয়াখালী ॥ কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে খাসজমি দখলকে কেন্দ্র করে মোজাম্মেল (স্থানীয় ইউপি সদস্য) ও ইসমাইল বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় মোজাম্মেলের লোকজন ইসমাইলের পক্ষের ৫টি বসতঘরে অগ্নিসংযোগ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ইউনিয়নের পূর্ব গাংচিল গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাম্মেলকে গ্রেফতার করেছে পুলিশ। ইসমাইলের পক্ষে আহতরা হচ্ছেÑ ওই গ্রামের ইব্রাহিম খলিল, মোঃ ফারুক, মনির আহমেদ, আবদুল্যাহ্, এবায়েদ হোসেন, জসিম উদ্দিন, সিরাজ মিয়া ও রাশেদ। আর মোজাম্মেলের পক্ষেÑ তার বাবা মোঃ মোস্তফা ও মা ছামনা খাতুন। আহতদের মধ্যে ইব্রাহিম খলিল ও মোঃ ফারুক হাত-পায়ের রগ কাটা অবস্থায় নোয়াখালী জেলা শহর মাইজদীর দুটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রবিবার মোজাম্মেল মেম্বারকে সুধারাম থানা পুলিশের সহযোগিতায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ জেলা শহর মাইজদী থেকে গ্রেফতার করেছে। শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ জমিজমাসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে রবিবার সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের উল্টাডাব গ্রামের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ও আহতদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ৫ শতক জমির মালিকানা দাবিকে কেন্দ্র করে উপজেলার উল্টাডাব গ্রামের মৃত কালাচাঁদ মোল্লার পুত্র সোরহাব মোল্লার সাথে একই গ্রামের সাইদুল সরকার গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে সাইদুল গ্রুপের লোকজন নালিশী সম্পত্তি দখলে নিতে গেলে প্রতিপক্ষ বাধা প্রদান করলে উভয়পক্ষে সংঘর্ষ বেধে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
×