ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের তালিকা হবে : নজরুল

প্রকাশিত: ২২:২৭, ৩১ জানুয়ারি ২০১৬

বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের তালিকা হবে : নজরুল

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক ও মতবিরোধ আছে। এজন্য শহীদদের তালিকা তৈরি করা দরকার। বিএনপি ক্ষমতায় গেলে এই অসমাপ্ত কাজ শেষ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ওই আলোচনার আয়োজন করে। বিএনপির এই নেতা বলেন, যারা এত দিন রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন অভিযোগ তাদের সবার ওপরই পরতে পারে। খালেদা জিয়া উল্লেখ করেছেন এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু সরকার সে দায়িত্ব পালন না করে তাঁর নামে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শহীদদের তালিকা করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা শেষ করা উচিত ছিল। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে এ কাজটি করবে—এমন ইঙ্গিত দিয়ে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, ‘আশা করি, আল্লাহর মেহেরবানিতে আমরা যদি দায়িত্বে আসি, এই অসমাপ্ত কাজ সমাপ্ত করা আমাদের উচিত হবে।’ শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, এটা মিথ্যা না—এমন দাবি করে নজরুল ইসলাম খান বলেন, ‘হতে পারে ২৯ লাখ, হতে পারে ৩১ লাখ, ৩০ লাখই হতে পারে। এই যে দ্বিমত বা বিতর্ক—এটা আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের কারও প্রতি কোনো অশ্রদ্ধা প্রকাশ পায় না। বরং এটা দাবি করে আমাদের এই দেশের জন্য, এই মাতৃভূমির জন্য যারা তাঁদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আত্মদান করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন তাঁরা রেকর্ডেড হোক।’
×