ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহী বোর্ডে বিশেষ ভিজিলেন্স ও ঝটিকা টিম গঠন

প্রকাশিত: ২২:২১, ৩১ জানুয়ারি ২০১৬

রাজশাহী বোর্ডে বিশেষ ভিজিলেন্স ও ঝটিকা টিম গঠন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা সম্পুর্ণ নকলমুক্ত পরিবেশে গ্রহনের লক্ষ্যে কঠোর প্রস্তুতি নিয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। এ বোর্ডের অধিন ২২৭ টি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ১১৬ টি ভিজিলেন্স টিম ও ৬টি ঝটিকা টিম গঠন করা হয়েছে। আজ রবিবার রাজশাহী শিক্ষাবোর্ড মিলনায়নে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ। এসময় প্রধান মুল্যায়ন কর্মকর্তা এসএম গোলাম আজম ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক দুরুল হক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে এবারের পরীক্ষায় এক লাখ ৫২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যা গতবারের চেয়ে ২৫ হাজার ৪৬ জন বেশি। ২০১৪ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো এক লাখ ২৭ হাজার ৫২০ জন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার শিক্ষাবোর্ডে ২২৭টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৯৮ জন। এছাড়াও অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫৯০ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ২৭৮ জন। রাজশাহী শিক্ষাবোর্র্ড সূত্র জানায়, বোর্ডের আওতায় দুই হাজার ৬১৬টি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৫২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ৭৯ হাজার ৭৬৬ জন ছাত্র এবং ৭২ হাজার ৮০০ জন ছাত্রী।। রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সামসুল কালাম আজাদ জানান, এবারো নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এজন্য ভিজিলেন্স ও ঝটিকা দলও গঠন করা হয়েছে। কেন্দ্রগুলোতে উত্তরপত্রসহ অন্যান্য উপকরণ পাঠানোসহ পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
×