ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে সৌদি প্রবাসীর অপহৃত শিশু ১৬ ঘন্টা পর উদ্ধার

প্রকাশিত: ২২:১৭, ৩১ জানুয়ারি ২০১৬

সাভারে সৌদি প্রবাসীর অপহৃত শিশু ১৬ ঘন্টা পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে অপহরণের ১৬ ঘন্টা পর শিহাব আহমেদ (৭) নামের এক সৌদি প্রবাসীর শিশু পুত্র উদ্ধার হয়েছে। মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে হাত-পা-মুখ বাঁধাবন্থায় তাকে উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে সাভার মডেল থানাধীন পৌর এলাকার ভাগলপুর মহল্লার সৌদি প্রবাসী সাব্বির আহমেদের শিশু পুত্র ও তারাপুর এলাকাস্থ ‘নিউ ক্যামব্রীজ একাডেমী’র প্রথম শেণীর ছাত্র শিহাব নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। ওই সময় চকলেট কিনে দেয়ার কথা বলে দু’ ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায়। রাত ৮টার দিকে শিশুটির পরিবারের কাছে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সময় মত টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। রাতেই শিশুটির পরিবার থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। এ প্রেক্ষিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির দু’ নিকট আত্মীয় আলম ও খলিলকে আটক করে। রবিবার সকালে শিশুটিকে মানিকগঞ্জের সিংগাইর জর্মিতা এলাকায় একটি ডিপ মেশিন ঘরের ভিতরে শিশুটিকে হাত-পা বেঁধে ফেলে যায় অপহরণকারীরা। পরে শিশুটির গোঙ্গানীর শব্দ শুনে ওই মেশিন ঘর সংলগ্ন অন্য একটি ঘরের লোকজন সেখানে গিয়ে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে সিংগাইর থানা হেফাজতে দেয়। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে শিশুটি উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
×