ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবেশ বান্ধব পাগল

প্রকাশিত: ২১:৫৩, ৩১ জানুয়ারি ২০১৬

পরিবেশ বান্ধব পাগল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাস্তা-ঘাটে ও ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবেশ নষ্টকারী পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিকের বোতল, ছেড়া কাপড়-চোপড়, কাগজসহ নিত্যদিনের পরিত্যক্ত ময়লা আবর্জনা একস্থানে স্তুপ করে পরিচিতজনের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে তা দিয়ে কেরোসিন ক্রয়ের পর আগুন জ্বালিয়ে সমাজের নিত্যদিনের জঞ্জাল পুড়ে ফেলাই প্রশান্ত হালদার খোকনের কাজ। মাস কিংবা বছর নয়; যুগ পেরিয়ে গেছে তার এমন কাজে। তাই খোকন এখন এলাকার লোকজনের কাছে পরিবেশ বান্ধব পাগল হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। জানা গেছে, জেলার আগৈলঝাড়া উপজেলার সরবাড়ি গ্রামের রাধানাথ হালদারের জেষ্ঠপুত্র প্রশান্ত হালদার খোকন। ১৯৮৮ সালে তিনি এইচএসসি পাস করেন। পরবর্তীতে এক মেয়ের প্রতারণার ফলে মস্তিস্কের স্বাভাবিক কার্যক্ষমতা হারায় খোকন। বর্তমানে তার বয়স ৫৪ বছর হওয়া সত্বেও আজো বিয়ে সংসার হয়নি তার। গত এক যুগের অধিক সময় পর্যন্ত খোকন নিজ এলাকাসহ উপজেলা সদরের বিভিন্ন রাস্তা-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিকের বোতল, ছেড়া কাপড়, কাগজসহ পরিত্যক্ত ময়লা আবর্জনা একস্থানে স্তুপ করে আগুনে পুড়িয়ে পরিবেশকে সুরক্ষা করে স্বাভাবিক রাখছেন। কথা কম বলা এ পরিবেশ বান্ধব পাগলকে কেউ কিছু দিলে তা খেয়েই তিনি জীবন ধারন করছেন।
×