ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

“আর কতো বয়স হইলে মুই বয়স্ক ভাতা পামু”

প্রকাশিত: ২১:৫০, ৩১ জানুয়ারি ২০১৬

“আর কতো বয়স হইলে মুই বয়স্ক ভাতা পামু”

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ “মোর গ্রামের কতো জুয়ান মানষে বয়স্ক ভাতা পায়, আর মুই পাই না। আর কতো বয়স হইলে মুই বয়স্ক ভাতা পামু। মুই গরীব মানুষ, হেইয়ার লাইগ্যা মোর কষ্টের কথা চেয়ারম্যান, মেম্বররা কেউ হোনেনা”। কথাগুলো বলছিলেন, বয়সের ভারে ন্যুজ্জ হয়ে যাওয়া বৃদ্ধা হাজেরা বিবি (৮১)। জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের মৃত গৌর পাত্রর স্ত্রী হাজেরা বিবি। আক্ষেপ করে হাজেরা বিবি বলেন, মেগো মেম্বরের ধারে বয়স্ক ভাতার কার্ডের জন্য গেছিলাম। হিনি (মেম্বার) মোরধারে তিন হাজার টাকা চাইছে। টাকা দিতে না পারায় মুই কার্ড পাইনায়। ইউপি সদস্য রাজ্যেশ্বর রায় টাকা চাওয়ার কথা অস্বীকার করেছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, ৬৫ বছরের উর্ধ্বের অসহায় ব্যক্তিরাই মূলত বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য। হাজেরা বিবির বিষয়ে আমার জানা ছিলোনা। খোঁজখবর নিয়ে দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×