ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সহিষ্ণুতার ডাক দিতে মসজিদে যাবেন ওবামা

প্রকাশিত: ২১:৪৯, ৩১ জানুয়ারি ২০১৬

সহিষ্ণুতার ডাক দিতে মসজিদে যাবেন ওবামা

অনলাইন ডেস্ক ॥ ধর্মীয় সহিষ্ণুতা ও স্বাধীনতার গুরুত্ব বিষয়ে সমর্থন পুনব্যাক্ত করতে মসজিদ পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী বুধবার ওবামা ম্যারিলান্ডের বাল্টিমোরে একটি মসজিদে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। মসজিদটি বাল্টিমোরের ক্যান্টন্সভিল শহরে অবস্থিত। রবিবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর- এএফপির। বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, আমাদের জাতি গঠনে মুসলিম আমেরিকানদের অবদান এবং ধর্মীয় স্বাধীনতার গুরুত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করতে প্রেসিডেন্ট ম্যারিল্যান্ডে ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর মসজিদে যাবেন। ওবামা সেখানে স্থানীয় মুসলিমদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে একটি ভাষণ দেবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এবারই প্রথম নিজ দেশের কোনো মসজিদ পরিদর্শনে যাচ্ছেন ওবামা। এর আগে ২০১০ সালে ইন্দোনেশিয়া সফরের সময় দেশটির রাজধানী জাকার্তায় একটি মসজিদে যান মার্কিন তিনি। সেখানে তিনি ভাষণও দিয়েছিলেন।
×