ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদে নিষেধাজ্ঞা বহাল

প্রকাশিত: ২১:৪১, ৩১ জানুয়ারি ২০১৬

কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদে নিষেধাজ্ঞা বহাল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কল্যাণপুরে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি থেকে বস্তি উচ্ছেদে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া এ বিষয়ে হাইকোর্টের দেয়া রুল আগামী চার সপ্তাহের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে বলেছেন আদালত। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ কল্যাণপুরে পোড়া বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দেন। ওই আদেশের বিরুদ্ধে গত ২৪ জানুয়ারি চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৩১ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশ বহাল রাখেন এবং রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কল্যাণপুরে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি থেকে ২০০৩ সালে বস্তি উচ্ছেদের উদ্যোগ নিলে আসক এবং বস্তির দুই বাসিন্দা হাইকোর্টে রিট করেন। পরে শুনানি নিয়ে হাইকোর্ট উচ্ছেদ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা দিয়ে রুল দেন।
×