ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরলোকে একাত্তরের বন্ধু জেনারেল কৃষ্ণা রাও

প্রকাশিত: ০৭:৩৩, ৩১ জানুয়ারি ২০১৬

পরলোকে একাত্তরের বন্ধু জেনারেল কৃষ্ণা রাও

জনকণ্ঠ ডেস্ক ॥ একাত্তরের বন্ধু ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কেভি কৃষ্ণা রাও (৯২) পরলোকগমণ করেছেন। ’৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শনিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লীর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর এনডিটিভি অনলাইনের। জেনারেল কৃষ্ণা নাগাল্যান্ড ও মণিপুরে সন্ত্রাস দমনে ১৯৭০ থেকে ’৭২ সাল পর্যন্ত একটি মাউন্টেন ডিভিশনের নেতৃত্বে ছিলেন। তার নেতৃত্বাধীন ব্রিগেড ’৭১ সালে বাঙালীর মুক্তি সংগ্রামে অংশ নিয়ে সিলেট তথা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল শত্রুমুক্ত করতে ভূমিকা রাখে। এই যুদ্ধে বীরত্বের জন্য ভারতীয় সেনাবাহিনী থেকে পদক পান তিনি। ১৯৪২ সালের ৯ আগস্ট সেনাবাহিনীতে যোগ দেন কেভি কৃষ্ণা রাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন বার্মা এবং পাকিস্তানের বেলুচিস্তানে দায়িত্ব পালন করেন তিনি। জম্মু ও কাশ্মীরে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠলে জেনালের রাও ১৯৮৯-৯০ সালে এ রাজ্যের গবর্নর নিযুক্ত হন। তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর চতুর্দশ সেনাপ্রধান। চার দশকেরও বেশি সময় ধরে জেনারেল রাও ভারতীয় সেনাবাহিনীতে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী ছিলেন।
×