ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ‘ভদ্দরনোক’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৭:০০, ৩১ জানুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে ‘ভদ্দরনোক’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে শুক্রবার সন্ধ্যায় সংশপ্তক নাট্যদলের ‘ভদ্দরনোক’ নাটক মঞ্চস্থ হয়েছে। কনকনে শীত উপেক্ষা করে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি উপভোগ করে। মলিয়েরের দ্য বুর্জোয়া জেন্টলম্যান অবলম্বনে নাটকটির রূপান্তর করেন গোলাম সারোয়ার। নাটকটির নির্দেশনা দিয়েছেন সংশপ্তক নাট্যদলের কর্ণধার সানাউল্লাহ হক। মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল ও মুন্সীগঞ্জ থিয়েটার যৌথভাবে নাটকটি মঞ্চায়নের উদ্যোগ নেয়। নাটক মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট আর্শেদউদ্দিন চৌধুরী, অভিজিৎ দাস ববি, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মোহাম্মদ নাসিম, শৌখিন নাট্য চক্রের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুজিবুর রহমান, নাট্য অভিনেতা মো. মোশাররফ হোসেন।
×