ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যানেল আইতে বাংলা খেয়াল উৎসব

প্রকাশিত: ০৬:৫৯, ৩১ জানুয়ারি ২০১৬

চ্যানেল আইতে বাংলা খেয়াল উৎসব

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয়বারের মতো বাংলা খেয়াল উৎসবের আয়োজন করেছে চ্যানেল আই। আজ রবিবার সন্ধ্যায় শুরু হয়ে আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত চলবে এ উৎসব। চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে এ অনুষ্ঠান। এ বছর উচ্ছাঙ্গ সঙ্গীতে ‘চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব আজীবন সম্মাননা ’১৬ পাচ্ছে সংস্কৃতি কেন্দ্র। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এতে সঙ্গীতজ্ঞ আজাদ রহমান বলেন, উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে উপমহাদেশে তথা ভারত বর্ষেও নয়, এমন একটি উৎসবের আয়োজন করে চ্যানেল আই ইতিহাসের অংশ হয়ে থাকছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সঙ্গীতগুরু ড. হারুন অর রশীদ, ড. আশিক রায়, অনিল কুমার সাহা, ডালিয়া নওশীন, সালাউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন, শাহীন সামাদ, সেরাকণ্ঠ আলিফ লায়লা, ইউসুফ প্রমুখ। উল্লেখ্য, ‘চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব আজীবন সম্মাননা ’১৫ পেয়েছিলেন ওস্তাদ ইয়াছিন খান।
×