ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপারমম বেবি অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৫৮, ৩১ জানুয়ারি ২০১৬

সুপারমম বেবি অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৬। স্কয়ার টয়লেট্রিজের ডায়াপার ব্র্যান্ড সুপারমমের আয়োজনে মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুর্ধ-৫ বছরের ছোট্ট সোনামণিদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদেশ থেকে হাজার হাজার মা সুপারমমের ওয়েবসাইটে নিজেদের ছোট্ট সোনামণিদের ছবি বা ভিডিও আপলোড করে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। তাদের মধ্য থেকে বেছে নেয়া হয় অংশগ্রহণকারীদের। বেবি অলিম্পিয়াডের আকর্ষণ ছিল ছোট্ট বাবুদের নিয়ে ওয়াকার রেস, ক্রলিং টুর্নামেন্ট, বেবি ক্রিকেটের মতো বিভিন্ন মজার ইভেন্ট। এই ইভেন্টগুলোর বিজয়ীরা জিতে নিয়েছেন সোনার মেডেল। মিরপুর ইনডোর স্টেডিয়ামে অলিম্পিয়াডটি দেখতে আসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য হাবিবুল বাশার সুমন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য জাহিদ হাসান এমিলি, অলিম্পিক এ্যাথলেট সুমিতা রানী দাস। তারা বিজয়ী ছোট্ট সোনামণিদের হাতে মেডেল তুলে দেন। -বিজ্ঞপ্তি
×