ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইজিসিসিতে শ্রুতি নাটকে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৬:৫৮, ৩১ জানুয়ারি ২০১৬

 আইজিসিসিতে শ্রুতি নাটকে মুগ্ধ শ্রোতা

গোৗতম পাণ্ডে ॥ ‘কি কেলেঙ্কারিতে পড়লামরে বাবা। রাত ১০টা বাজে, ক্ষিদেয় পেঠ জ্বলে যাচ্ছে, সবাই টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত। রানু-ও রানু’-গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় ‘তুই আর মুই’ শ্রুতি নাটকের শুরুটা ছিল এমন। বড় ভাই আর বিধবা বোনের পরস্পর স্নেহ ও ভালবাসার বাক্যালাপ শেষ পর্যন্ত পৌঁছে গেল করুণ পরিণতিতে। কোন মঞ্চ কিংবা সাজসজ্জা নয়, শুধুমাত্র কণ্ঠ দিয়ে যেন নাটকের প্রতিটি দৃশ্যকে দর্শকের সামনে হাজির করলেন ভারতের দুই বাচিকশিল্পী রতœা মিত্র ও অমিত রায়। এমন কোন শ্রোতা ছিল না যার চোখে পানি আসেনি। শিল্পীদের যেমন ছিল সংলাপ উচ্চারণ, তেমনি ছিল শিল্পসম্মত নাটকীয়তা। দর্শক-শ্রোতাকে হাসানো ও কাঁদানোর মধ্যে যে শিল্প চেতনাবোধ জাগ্রত করার কৌশল, এর কোনটাই যেন বাদ রাখেননি শিল্পীদ্বয়। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এ শ্রুতি নাট্যানুষ্ঠানে শ্রোতার অনেককে বলতে শোনা গেছে- শ্রুতি নাটক এখন প্রায় উঠেই গেছে। এখন সবাই দৃশ্যমান সাজগোজের নাটকই বেশি দেখে, কিন্তু বহুদিন পর শ্রুতি নাটকের এ আয়োজন দেখে আশ্চর্য হয়ে গেছি। নাটকের সংলাপ যেন মর্মে গিয়ে পৌঁছাল। শিল্পী রতœা মিত্র একাধারে অভিনয়শিল্পী, লেখক, নাট্যকার, উপস্থাপিকা ও অভিনয় শিক্ষক। শিল্পী অমিত রায় একজন সঙ্গীত পরিচালক, নাট্যকার এবং তিন দশক ধরে অল ইন্ডিয়া রেডিওর নাট্য বিভাগে কাজ করছেন। ‘তুই আর মুই’ শ্রুতি নাটকটি ছিল শিল্পীদ্বয়ের শেষ পরিবেশনা। নাটকটি লিখেছেন বনানী মুখোপাধ্যায়, যিনি লেখক ও নাট্যকার বিধায়ক ভট্টাচার্যের মেয়ে। অনুষ্ঠানের শুরু হয়েছিল অমিত রায়ের মুখবন্ধ দিয়ে। এরপর রতœা মিত্র আবৃত্তি করেন হুমায়ুন আজাদের কবিতা ‘তোমার মুখের দিকে’ ও ‘তোমাকে ভুলতে পারছি না’। অমিতের কণ্ঠে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সাঁকোটা দুলছে’ কবিতা এক ভিন্ন মাত্রা এনে দেয় অনুষ্ঠানে। রতœা মিত্র আবৃত্তি করেন শঙ্খ ঘোষের ‘সুপুরি বনের সারি’ কবিতা। এরপর ব্রত চক্রবর্তীর ‘পিকনিক’ আবৃত্তি করেন অমিত এবং অনির্বাণ দত্তের ‘গাছ বলেছিল’ আবৃত্তি করেন রতœা। শিল্পীরা ফিরে আসেন রবীন্দ্র পাঠে। একে একে পাঠ করেন ‘জলপাত্র’, ‘পরীর পরিচয়’, ‘চিরদিনের দাগ’ ও ‘ইঁদুরের ভোজ’। পরে আকাক্সিক্ষত শ্রুতি নাটকে ফিরে আসেন শিল্পীরা। প্রথমেই নিরূপ মিত্রের ‘দূর ভাষিণী’ নাটক পরিবেশিত হয়। লেখক ও আজানা এক নারী পাঠকের টেলিফোন আলাপনে সীমাবদ্ধ এ নাটকটিতে ছিল অসাধারণ এক ক্লাইমেক্স। সবশেষে বনানী মুখোপাধ্যায়ের ‘তুই আর মুই’ নাটকে মুগ্ধ হয় শ্রোতা। আবহ সঙ্গীতে ছিলেন প্রণব দত্ত।
×