ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে অটো রিক্সা চালককে মারধর ॥ বিক্ষোভ অবরোধ

প্রকাশিত: ০৬:৫৬, ৩১ জানুয়ারি ২০১৬

সোনারগাঁয়ে অটো রিক্সা চালককে মারধর ॥ বিক্ষোভ অবরোধ

সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ৩০ জানুয়ারি ॥ সোনারগাঁ উপজেলার ঢাকা-বাইপাস সড়কে কাঁচপুরে পুলিশ সিএনজি চালিত অটোরিক্সা চালককে মারধর ও গাড়ি ভাংচুরের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে চালক ও এলাকাবাসী। শনিবার দুপুরে মীরেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে দু’পাশে শত শত যান আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসী ও চালকরা জানান, উপজেলার ঢাকা-বাইপাস সড়কের মীরেরটেক এলাকায় শনিবার দুপুরে অটোরিক্সাচালক কলতাপাড়া গ্রামের জমির আলীর ছেলে বাবুল মিয়া অটোরিক্সা চালিয়ে যাওয়ার সময় কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহাবুব হোসেন তার সঙ্গীয় সোর্স বস্তল এলাকায় অটোরিক্সাচালক বাবুল মিয়াকে মারধর ও তার অটোরিক্সা ভাংচুর করে। এতে ওই এলাকার চালক ও এলাকাবাসীরা একত্রিত হয়ে হাইওয়ে পুলিশের গাড়ি অবরুদ্ধ ও মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় ওই এলাকায় শত শত যান আটকা পড়ে যাত্রীদের তীব্র দুর্ভোগ পোহাতে হয়। পরে কাঁচপুর হাইওয়ে থানার ওসি ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশ্ব যখন সন্ত্রাসের বিচারণ ভূমি তখন আমরা নিরাপদে Ñস্বরাষ্ট্রমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩০ জানুয়ারি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা বিশ্ব সন্ত্রাসের বিচরণ ভূমিতে পরিনত হয়েছে। অথচ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর চেয়ে আমাদের দেশ এখনও ভাল, আছি আমরা নিরাপদে। তিনি বলেন, এ ক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী সিন্সিয়ারলি কাজ করছে। তারা এখন জনগণের পাশে আছে। রাজনৈতিক নেতৃত্ব, জেলা প্রশাসন ও পুলিশসহ অন্যান্য বাহিনীর দুরদর্শিতায় বিগত দিনে সারাদেশে সংঘটিত বিএনপি-জামায়াত কর্তৃক মানুষ পুড়িয়ে মারার মতো টানা অগ্নি সন্ত্রাস মোকাবেলা করেই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অর্জন সম্ভব হচ্ছে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কোন বিকল্প নেই। তিনি বলেন, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব যদি ভাল হয়, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভাল থাকে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা চান দেশে উন্নয়ন হোক আর নিরাপত্তার প্রশ্নে মানুষ ভাল থাকুক। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন প্রতি জেলায় যেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা নিয়মিত হয়। এখান থেকেই মানুষের সমস্যা নিরুপণ করে সমাধান করতে পারলে তার প্রত্যাশা ডিজিটাল বাংলা গড়ায় সফল অর্জন সম্ভব হবে। তিনি বলেন, বিদেশ সফরে গেলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কর্ণধারা জানতে চান আমাদের নারীদের অগ্রগতি আর জঙ্গী নিয়ে। তিনি হবিগঞ্জের দু’দিনের সফরে এসে দ্বিতীয় দিন শনিবার দুপুরে জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে ও তার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ্যাডভোকেট আবু জাহির এমপি, এ্যাডভোকেট মাহবুব আলী এমপি, এমএ মনিম বাবু এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম প্রমুখ।
×