ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ছয় ॥ আহত ৪১

প্রকাশিত: ০৬:৫৫, ৩১ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ছয় ॥ আহত ৪১

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত হয়েছে চালকসহ ছয়জন। আহত হয়েছে ২৬ যাত্রী। স্টাফ রিপোর্টারদের পাঠানো খবর : সিলেট অফিস ॥ শনিবার সকাল পৌনে ৮টায় সিলেট তামাবিল সড়কের বাগেরসড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত ও ৪ শিক্ষার্থী আহত হয়। নিহত মাদ্রাসা ছাত্র সাইদুল ইসলাম (২৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রামপুর কোনাপাড়া গ্রামের মোতালেবের ছেলে। দুর্ঘটনায় হতাহতরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্তখলা মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে তামাবিলমুখী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-০২-২৮১৫) গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ¦বর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। কক্সবাজার ॥ চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে মাইক্রো চালক রানা পাল (২৮) নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন মাইক্রোবাসের ১২ যাত্রী। মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। শনিবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারা পাগলির বিল সেতু এলাকায় ঘটেছে এ ঘটনা। নিহত রানা পাল কক্সবাজার সদর ঈদগাঁও পালপাড়ার রতন পালের ছেলে। মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে। মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার নষ্ট হয়ে রাস্তার ওপর থেমে ছিল। এ সময় পেছন থেকে আসা যাত্রীবাহী বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খুলনা ॥ যাত্রীবাহী একটি বাস উল্টে এক নারীযাত্রীসহ দুজন নিহত ও অন্তত ১৫জন আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৭জনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস জিরো পয়েন্ট এলাকায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীযাত্রীসহ দুজন নিহত ও ১৫জন আহত হয়। লাকসাম (কুমিল্লা) ॥ লাকসামে পিকআপ চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। জানা গেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভা এলাকার নশরতপুরে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক (৩০) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ছোটহাড়গিলা গ্রামের হিরন মিয়ার ছেলে এবং অনিক হোসেন (২৩) একই উপজেলার পোহনকুচা এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
×