ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন ॥ আমু

প্রকাশিত: ০৬:৫৪, ৩১ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন ॥ আমু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পর এদেশে শিক্ষার জন্য কেউ উন্নয়ন করেনি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন। তিনি শিক্ষার উন্নতির জন্য দেশের সাড়ে ২৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করছেন। শিক্ষানীতি চালুর ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বরিশাল নগরীতে নতুন দুটি সরকারী স্কুলের শিক্ষা কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, দেশ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে প্রতিটি জেলায় নতুন নতুন স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি করা হচ্ছে। শনিবার বেলা ১১টার দিকে বরিশাল জিলা স্কুলের প্রস্তাবিত কলেজ ক্যাম্পাসে নতুন রূপাতলী ও কাউনিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ড. গাজী সাইফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, জেবুন্নেছো আফরোজ এমপি, বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এএসএম ইমামূল হক প্রমুখ। আড়াইহাজারে ছাত্রী ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ জানুয়ারি ॥ আড়াইহাজারের গাজীপুরা এলাকায় শুক্রবার রাতে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার দুপুরে ছাত্রীর মা বাদী হয়ে নজরুল ইসলাম (২৫) নামে এক বখাটেকে আসামি করে মামলা দায়ের করেছে। ধর্ষক নজরুল ইসলাম পলাতক রয়েছে। দিনাজপুরে ব্রিজ নির্মাণ উদ্বোধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শনিবার পাবর্তীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর ছোট যমুনা নদীর ওপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি টাকা ব্যয়ে ৫৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও তরফদার মাহমুদুর রহমান, মোঃ রেজাউল করিম, রায়হানুল ইসলাম, আব্দুল ওহাব ম-ল প্রমুখ। পার্বতীপুরে বেকারিতে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৩০ জানুয়ারি ॥ শনিবার ভোরে পার্বতীপুর শহরের তাজ বেকারির দ্বিতীয় তলায় রহস্যজনক অগ্নিকা-ে স্টোর রুমে আগুন লেগে রুটি-বিস্কুট তৈরির কাঁচামাল ও মোড়কসহ সবকিছু ভস্মীভূত হয়েছে। আনুমানিক ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বেকারির সত্ত্বাধিকারী মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক। ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
×