ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমতলীতে ভূমি জরিপ স্থগিত দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৫৩, ৩১ জানুয়ারি ২০১৬

আমতলীতে ভূমি জরিপ স্থগিত দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ৩০ জানুয়ারি ॥ আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের ভূমি জরিপ স্থগিত রাখার দাবিতে দু’সহাস্রাধিক কৃষক শনিবার সকালে আড়পাংগাশিয়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। ২০১২ সালে বরগুনার আমতলী উপজেলা বিভক্ত হয়ে তালতলী উপজেলায় উন্নীত হয়। আমতলী উপজেলা থাকায় আড়পাংগাশিয়া ইউনিয়ন পচাঁকোড়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসের অন্তর্র্ভুক্ত ছিল। উপজেলা বিভক্ত হওয়ায় পচাঁকোড়ালিয়া ইউনিয়ন তালতলী উপজেলায় এবং আড়পাগাংশিয়া ইউনিয়ন আমতলী উপজেলায় অন্তর্ভুক্ত হয়। কিন্তু ভূমি অফিস বিভক্ত হয়নি। পচাঁকোড়ালিয়া ভূমি অফিসের অধীনেই থেকে যায় আড়পাংগাশিয়া ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম। এতে বিপাকে পড়ে আড়পাংগাশিয়া ইউনিয়নের কৃষক। বন্ধ হয়ে যায় আড়পাংগাশিয়া ইউনিয়নের ভূমি কার্যক্রম। ওই ইউয়িনের কৃষকরা গত চার বছর ধরে পচাঁকোড়ালিয়া ভূমি অফিস থেকে কোন কাগজপত্র পাচ্ছে না। এদিকে আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি আড়পাংগাশিয়া ইউনিয়নের ৩২নং আড়পাংগাশিয়া, ৩৩নং ঘোপখালী ও ৪৯নং তারিকাটা তিনটি মৌজার জরিপ কাজ শুরু হলে ভূমি মালিকরা তহশিল অফিস না থাকায় প্রয়োজনীয় কাগজপত্র পাচ্ছে না। আড়পাংগাশিয়া ইউনিয়নে জরুরী ভিত্তিতে ভূমি অফিস স্থাপন না হওয়া পর্যন্ত জরিপ কার্যক্রম স্থগিত রাখার দাবিতে দু’সহাস্রাধিক কৃষক শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। না’গঞ্জে অপহৃত শিশু পাবনায় উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩০ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের পশ্চিম মাজদাইল থেকে বৃহস্পতিবার অপহৃত ৩ বছরের শিশু মিম উদ্ধার হয়েছে। এ সময় অপহরণকারী মিন্টু শেখকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাত ২টায় সুজানগর উপজেলার ভায়না গ্রাম থেকে মিমকে উদ্ধার করা হয়। আটককৃত অপহরণকারী একই উপজেলার তাড়াবাড়িয়া গ্রামের মাজেদ শেখের ছেলে। অপহৃত শিশুর পিতা জানান, ২৭-২৮ দিন পূর্বে মিন্টু শেখের সঙ্গে নারায়ণগঞ্জের মাজদাইল পানির ট্যাঙ্কের মোড়ে দেখা হয়। মিন্টু শেখ এ সময় কেঁদে তাকে জানায় তিন দিন সে কিছু খায়নি। বাড়ি থেকে রাগ করে সে এখানে এসেছে। রিক্সাচালক মমিনুল ইসলাম এলাকার দোকানদারদের কাছ থেকে প্রায় ৫০০ টাকা তুলে তাকে দিয়ে বাড়িতে নিয়ে ভাত খাওয়ায়। এরপর রিক্সা গ্যারেজে তার থাকার ব্যবস্থা করাসহ রিক্সা চালানোর ব্যবস্থা করে। মমিনুলের বাড়িতেই তিনবেলা তার খাবার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার সকালে মিন্টু শেখ তার বাড়িতে গিয়ে মেয়ে মিমকে কোলে নিয়ে দোকানের উদ্দেশে গিয়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফতুল্লা মডেল থানায় এ ব্যাপারে জিডি করা হয়। মিন্টু শেখের মায়ের মোবাইলের নাম্বার ধরে অপহৃতের বাবা মমিনুল ইসলাম শুক্রবার সুজানগর উপজেলার তাড়াবাড়িয়া গ্রামে হাজির হয়। এ সময় মিন্টু শেখকে না পেয়ে এলাকার যুবকদের কাছে এ ঘটনা জানায়। এলাকার যুবকরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে রাত ২টার দিকে সুজানগর উপজেলার ভায়না গ্রামের মিন্টু শেখের বোনের বাড়িতে হাজির হয়। এ বাড়ি থেকেই অপহৃত মিম উদ্ধার ও মিন্টু শেখকে আটক করে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদে রাখা হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে সুজানগর থানা পুলিশ অপহরণকারীকে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার উদ্দেশে রওনা হয়েছে। গৃহবধূর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার দিনাজপুর-ঠাকুরগাঁও রুটের বিরল উপজেলার বাঁশিয়াপাড়ায় দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী কমিউটার ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত গৃহবধূ বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী পারুল বেগম। মাইলস্টোন কলেজে প্রবেশপত্র বিতরণ মাইলস্টোন কলেজ থেকে এ বছর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রবেশপত্র বিতরণ ও তাদের শুভ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব)। কলেজের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া (অব) এবং প্রশাসনিক পরিচালক মাসুদ আলম প্রমুখ।- বিজ্ঞপ্তি
×