ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদকসেবীর অত্যাচারে চিকিৎসা ব্যাহত

প্রকাশিত: ০৬:৫৩, ৩১ জানুয়ারি ২০১৬

মাদকসেবীর অত্যাচারে চিকিৎসা ব্যাহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাদকসেবীর যন্ত্রণায় অতিষ্ঠ চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। হাসপাতাল সূত্রে জানা যায়, নাজির নামে এলাকার এক মাদক সেবনকারী অসৌজন্যমূলক আচরণে চিকিৎসকরা বিব্রত। প্রতিনিয়ত অসহায় রোগী নিয়ে করছে বাণিজ্য। গ্রাম থেকে আসা রোগীদের ফুসলিয়ে স্থানীয় ক্লিনিকে নিয়ে যেতে বাধ্য করার অভিযোগ রয়েছে। সরকারী কাজে বাধা প্রদান করায় তার বিরুদ্ধে সম্প্রতি থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর থেকে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। চিকিৎসকরা জানান, সে মাদক সেবন করে মাতলামী ছাড়াও নানা রকম অপকর্ম করে বেড়াচ্ছে। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেয়া হচ্ছে। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাজাদেব শঙ্কর জানান, নাজির হাসপাতালে দালালী ছাড়াও নেশাগ্রস্ত অবস্থায় এসে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের গালমন্দ করে। সরকারী কাজে বাধা প্রদান করে। সে শ্রীনগর উপজেলার পাইনসাল এলাকার বাসিন্দা। বিষয়টি শ্রীনগর থানাকে অবগত করা হয়েছে। থানার ওসি শাহিদ জানান, অভিযোগ পেয়েছি তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মির্জাপুরে দুই স্কুলছাত্র হত্যার ঘটনায় মামলা নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৩০ জানুয়ারি ॥ অপহরণকারীদের হাতে নিহত শিশু শাকিল ও ইমরানের মরদেহ শনিবার ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠিয়েছে মির্জাপুর থানা পুলিশ। অপহরণকারীরা দাবিকৃত টাকা না পেয়ে শুক্রবার শাকিল ও ইমরানকে ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ময়ুরভাঙ্গায় লেবু ক্ষেতে ফেলে রাখে। বুধবার শাকিল ও ইমরান মির্জাপুর উপজেলার হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে নিখোঁজ হয়। বৃহস্পতিবার ও শুক্রবার দু’দফায় অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে শাকিল ও ইমরানের বাড়িতে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। শাকিল ধামরাই উপজেলার দেলুটিয়া গ্রামের ইরাক প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে এবং ইমরান একই গ্রামের ইরাক প্রবাসী আবু বক্করের ছেলে। শাকিল ও ইমরান চতুর্থ শ্রেণীর ছাত্র। এদিকে শনিবার শাকিলের মা ও ইমরানের আত্মীয়স্বজন শাকিল ও ইমরানের লাশ দেখতে মির্জাপুর থানায় এলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শাকিলের মা জ্যোৎস্না বেগম বার বার মূর্ছা যেতে থাকেন। অপরদিকে ইমরানের মা সুফিয়া বেগম বাকরুদ্ধ অবস্থায় শয্যাশায়ী হয়ে পড়েছেন। এ ঘটনায় শনিবার মির্জাপুর থানায় মামলা হয়েছে।
×