ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাত কোম্পানির চারটির ইপিএস বেড়েছে

প্রকাশিত: ০৬:৪৫, ৩১ জানুয়ারি ২০১৬

সাত কোম্পানির চারটির ইপিএস বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত সাত কোম্পানির মধ্যে অর্ধবার্ষিকীতে চারটি কোম্পানির বেড়েছে এবং বাকি তিনটি কোম্পানির ইপিএস কমেছে। অর্থাৎ ইপিএস বাড়া কোম্পানিগুলো হলো- আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড, বেঙ্গল ইউন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ও বারাকা পাওয়ার লিমিটেড। আর ইপিএস কমা কোম্পানিগুলো হলো- পেনিনসুলা চিটাগাং লিমিটেড, ইনভেস্টমেন্ট কোর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি। পেনিনসুলা চিটাগং লিমিটেড ॥ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ৩৫ পয়সা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ২ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫-ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড ॥ কোম্পানির প্রথম ৬ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৪৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ২১ পয়সা। এ হিসাবে কোম্পানির ইপিএস কমেছে ৬৪ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জুলাই, ১৫-ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ॥ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ৪ টাকা ১৫ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় কমেছে ২৫ দশমিক ৫৪ শতাংশ। আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড ॥ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ২১ পয়সা। সে হিসেবে কোম্পানির আয় বেড়েছে ১১৯ শতাংশ। আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ॥ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ১১ পয়সা। সে হিসেবে কোম্পানির আয় বেড়েছে ৫৪ দশমিক ৫৫ শতাংশ। বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড ॥ কোম্পানির শেয়ারপ্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ০১ পয়সা। সে হিসেবে ইপিএস বেড়েছে ২৫ দশমিক ৭৪ শতাংশ। বারাকা পাওয়ার লিমিটেড ॥ কোম্পানির প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির কনসোলিডেটেড ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা। এ হিসাবে কোম্পানির ইপিএস বেড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ।
×