ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে ব্লক মার্কেটে ৮৩ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৬:৪৫, ৩১ জানুয়ারি ২০১৬

ডিএসইতে ব্লক মার্কেটে ৮৩ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। আলোচিত সময়ে এসব কোম্পানির মোট ৮৩ লাখ ৩৪ হাজার ২১৬টি শেয়ার ৪৫ বার লেনদেন হয়। যার বাজার দর ৮৩ কোটি ১৪ লাখ ৮৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো : ব্র্যাক ব্যাংক, বাটা সু, বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, গ্রামীণ ফোন, ম্যারিকো, নিটল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্স, অলিম্পিক, আরএন স্পিনিং এবং স্কয়ার ফার্মা। এই সময়ে ব্র্যাক ব্যাংকের ৩৮ লাখ ১৫ হাজার ১৪৯টি শেয়ার ৯ বার লেনদেন হয়। যার বাজার দর ১৮ কোটি ৫ লাখ ১৮ হাজার টাকা। বাটা সু’র ২৭ হাজার ৫৭১টি শেয়ার ৩ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ৪২ হাজার টাকা। বার্জার পেইন্টসের ৪২ হাজার শেয়ার ৪ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৮ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা। বেক্সিমকো ফার্মার ৩ লাখ শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ২ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা। ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ২ লাখ ৫০ হাজার শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩ কোটি ৫৫ লাখ টাকা। গ্রামীণফোনের ৪ লাখ ৪০ হাজার শেয়ার ৪ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১১ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা। ম্যারিকোর ৫ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৬৮ লাখ ৬৭ হাজার টাকা। নিটল ইন্স্যুরেন্সের ১ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ২৬ লাখ টাকা। সায়হাম টেক্সের ১৯ লাখ ২০ হাজার ১৭৪টি শেয়ার ৩ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা। অলিম্পিকের ৬ লাখ ৮২ হাজার ৬৮৭টি শেয়ার ৪ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ১৭ কোটি ৭২ লাখ ৮ হাজার টাকা। আরএন স্পিনিংয়ের ২ লাখ ৫০ হাজার শেয়ার ৫ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ৫৭ লাখ ১৫ হাজার টাকা। এবং স্কয়ার ফার্মার ৫ লাখ ১ হাজার ৬৩৫টি শেয়ার ৩ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ১২ কোটি ৮১ লাখ ৬৯ হাজার টাকা।
×