ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সরকার পতনের শেষ পেরেক ॥ নজরুল

প্রকাশিত: ০৫:৩২, ৩১ জানুয়ারি ২০১৬

খালেদার বিরুদ্ধে  রাষ্ট্রদ্রোহ মামলা সরকার পতনের শেষ পেরেক ॥ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সরকার পতনের শেষ পেরেক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জাগপা ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযোদ্ধা সমাবেশে দেয়া বক্তব্যে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা বলেননি। তার বক্তব্যে দেশদ্রোহিতার কোন উপাদান নেই। সরকার খালেদা জিয়াকে রাজনীতি করতে দিতে চায় না, তাই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা হতে পারে, কিন্তু একজন রাজনীতিবিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা অপমানজনক ও অসম্মানজনক। সরকার এ মামলা দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে সরকার এ মামলা দিয়ে বিএনপি ও খালেদা জিয়াকে হেয় করার কাজে সফল হবে না। নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের রক্ষাকারী এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। কিন্তু সরকার খালেদা জিয়াকে ভয় পায়। তাই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। এ সরকারের উদ্দেশ্য খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা। কিন্তু দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য যিনি রাজনীতি করেন; তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব নয়। মুক্তিযোদ্ধা তালিকার মতো মুক্তিযুদ্ধে শহীদদের নাম লিপিবদ্ধ করার দাবি জানিয়ে নজরুল ইসলাম বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে বলে সম্মানী ভাতা পাচ্ছি। যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের সম্মান জানানো কি আমাদের কর্তব্য নয়? শহীদদের নাম লিপিবদ্ধ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারের আমলে বিচারপতি সাত্তারের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি করা হয়েছিল। ওই কমিটি প্রথমে ২৮ হাজার শহীদের নাম লিপিবদ্ধ করেছিল। কিন্তু এটা কারও কাছে বিশ্বাসযোগ্য নয়। পরবর্তীতে দুই লাখের বেশিসংখ্যক নাম অন্তর্ভুক্ত হয়েছিল। বিদেশী সাংবাদিক ডেভিড ফস্টের সঙ্গে কথা বলার সময় শেখ মুজিবুর রহমান বলেছিলেন, থ্রি মিলিয়ন। তারপর থেকে এটাই শহীদের সংখ্যা ধরা হয়। নজরুল ইসলাম বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদা জিয়ার সাজা হবে না। তারপরও সরকার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, এ সরকার মামলাবাজ সরকার। যত অত্যাচার করুন না কেন জনগণের বিচার হলো শেষ বিচার। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এদেশের জনগণ মেনে নেবে না। জনগণ জেগে উঠলে এ সরকারের পতন অনিবার্য। জনগণের বিচার হবে শেষ বিচার। নজরুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, এম আর আক্তার মুকুলসহ অনেক বুদ্ধিজীবী অনেক সময় মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা একেক রকম উল্লেখ করেছেন। তবে খালেদা জিয়া শহীদের কোন সংখ্যা উল্লেখ করেনি। তারপরও মামলাবাজ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এ সরকার হামলা-মামলাবাজ, দুর্নীতি ও গণতন্ত্র হত্যাকারী সরকার। খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার লেশমাত্র নেই। অনেক বড় বড় আইনজীবীরাও বলেছেন খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহ হয়নি। তারপরও সরকার এ মামলার অনুমোদন দিয়েছে। আমরা এর নিন্দা জানাই এবং অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাই। ঢাকা মহানগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
×