ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটোরে আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৫:২৩, ৩১ জানুয়ারি ২০১৬

নাটোরে আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩০ জানুয়ারি ॥ নাটোরের বড়াইগ্রামে আবু রায়হান নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোন একসময় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের একটি আমবাগান থেকে তার পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আবু রায়হান কামারদহ গ্রামের জাহেদ আলী মোল্লার ছেলে ও মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বাহিমালী গ্রামের মকবুল হোসেনের ছেলে জাহিদকে আটক করেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে আবু রায়হান তার গ্রামের বাড়ি কামারদহে যান। পরে রাত ৮টার দিকে সেখান থেকে বাহিমালী গ্রামে তার নিজ বাড়িতে রওনা হন। এরপর রাতে তার আর কোন খবর পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়রা বাহিমালী গ্রামের একটি আম গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় আবু রায়হানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানায়, ২০১৫ সালের এপ্রিল মাসে বাহিমালী এলাকার মোতালেব নামের এক কৃষককে ঘুম থেকে ডেকে তুলে গুলি করে হত্যা মামলার আসামি ছিল আবু রায়হান। পুলিশ জানায়, নিহত আবু রায়হানের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় দুটি হত্যা মামলা রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রায়হানকে কেউ গলায় ফাঁস দিয়ে হত্যা করে আমগাছের ডালে ঝুলিয়ে রেখেছিল। এ বিষয়ে বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিক লক্ষণ অনুযায়ী আবু রায়হানকে শ্বাসরোধ করে হত্যা করে দুই-পা বেঁধে আমগাছের সঙ্গে লাশ জুলিয়ে রাখা হয়েছে। নিহতের পরিবারের মৌখিক অভিযোগে জাহিদুলকে আটক করা হয়েছে।
×