ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এসইএমএসের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:৩১, ৩১ জানুয়ারি ২০১৬

এসইএমএসের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত হয়েছে। সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী ছাত্রছাত্রীদের মাঝে মেধাবৃত্তি, ‘ও‘ লেভেল পরীক্ষায় কৃত্বিত্বের জন্য ‘বিমান বাহিনী প্রধান ক্রেস্ট’ এবং সাংস্কৃতিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া তিনি বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের ’১৫ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে জুনিয়র ক্যাটাগরিতে জাফিরা হাসান ও সিনিয়র ক্যাটাগরিতে সাজনীন মাহমুদ সারা এবং শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মোঃ রুহুল কাদিরের হাতে পুরস্কার তুলে দেন। -আইএসপিআর শহীদ লে. সেলিমের শাহাদতবার্ষিকী পালিত ঢাকার মিরপুর মুক্তির অগ্রসেনানী, বীর মুক্তিযোদ্ধা শহীদ লে. সেলিমের ৪৪তম শাহাদতবার্ষিকী শনিবার পালিত হয়েছে। তাঁর শাহাদাতবার্ষিকী স্মরণে দেশের বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় শহীদ লে. সেলিম শিক্ষালয়ের উদ্যোগে। সেলিমের জীবন কাহিনী নির্ভর একটি চলচিত্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করছে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। -বিজ্ঞপ্তি জার্মান নারীর বিশ্বভ্রমণ জার্মানির এই নারী মোটরসাইকেলে করে বিশ্বভ্রমণে বেরিয়ে ঘুরতে ঘুরতে এখন বাংলাদেশে এসে পৌঁছেছেন। তিনি বাংলাদেশের কয়েকটি জেলা ও প্রাচীন কীর্তিগুলো দেখার আগ্রহ প্রকাশ করেছেন। মোটরসাইকেলটিতে ভ্রমণের সকল সরঞ্জাম রেখেছেন। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। বিআইএসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের (বিআইএস) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-’১৬ শনিবার ঢাকা সেনানিবাসের ডিওএইচএসে-এ বিআইএসে নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী বেগম নূর রুমানা সাব্বির। -আইএসপিআর
×