ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নগরবাসীর সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে চান

দ্রুত নয়, ভেবেচিন্তে কাজ করতে চান মেয়র আনিসুল

প্রকাশিত: ০৪:৩০, ৩১ জানুয়ারি ২০১৬

দ্রুত নয়, ভেবেচিন্তে কাজ করতে চান মেয়র আনিসুল

স্টাফ রিপোর্টার ॥ নগর সরকার নয়, উন্নয়ন রোডম্যাপ এগিয়ে নিতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আধুনিক নগরী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে সংবাদমাধ্যমের সহযোগিতাও চাইলেন তিনি। শনিবার গুলশানে সিটি কর্পোরেশন কার্যালয়ে অনলাইন নিউজপোর্টাল ও রেডিওর বার্তা বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময়ে তিনি সহযোগিতা চান। মেয়র বলেন, নির্বাচনের আগে এ মহানগরীর বাসিন্দাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো নিয়ে কাজ করছি। কয়েক দশকের অনিয়ম একটি নির্দিষ্ট সময়ে দূর করা সম্ভব নয় জানিয়ে আনিসুল হক বলেন, পরিকল্পনামাফিক এগিয়ে যেতে চাই। অনেক বিষয় নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানান মেয়র। তিনি বলেন, পর্যায়ক্রমে এসব বাস্তবায়ন করা হবে। দ্রুত নয়, ভেবে-চিন্তে কাজ করতে চান, নিশ্চিত করতে চান নগরবাসীর সর্বোচ্চ কল্যাণ। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত নয় মাসের অগ্রগতির কথা জানিয়ে মেয়র বলেন, অনেক কিছু করা যায়নি- এ কথা ঠিক। তবে বেশকিছু কাজ হচ্ছে জানিয়ে আনিসুল হক বলেন, সিটি কর্পোরেশনের প্রকল্প বাস্তবায়নে সরকারের ৫৬ সংস্থার সঙ্গে সমন্বয় দরকার। এটি সহজ কাজ নয়। তারপরও এগোচ্ছি, আরও এগোতে চাই। চাই ঢাকাকে সুন্দর নগরী হিসেবে রূপ দিতে। মেয়র আরও বলেন, জয়দেবপুর থেকে ঢাকামুখী সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে ২২টি ইউলুপ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ কাজ সম্পন্ন হলে যানজটের তীব্রতা অনেকখানি কমে আসবে। এছাড়া রাজধানীর ৫০০ বাস মালিককে ৫টি কোম্পানিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা চলছে। সহসাই এ আলোচনা পরিণতি পাবে জানিয়ে আনিসুল হক বলেন, এতে সড়কে সুস্থ অবস্থা ফিরবে এবং সাধারণ যাত্রীরা অনেক বেশি নিরাপদে চলাচল করতে পারবেন। মেয়র সড়কপথে চলাচলে যাত্রীদের জন্য ইলেক্ট্রনিক টিকেটিং চালু করা হবে বলে জানান।
×