ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিএসসিসি এলাকায় বসানো হবে ১৫ হাজার ডাস্টবিন ॥ সাঈদ খোকন

এক বছরের মধ্যে ঢাকার রাস্তায় ৩২ হাজার এলইডি বাতি

প্রকাশিত: ০৪:২৯, ৩১ জানুয়ারি ২০১৬

এক বছরের মধ্যে ঢাকার রাস্তায় ৩২ হাজার এলইডি বাতি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীবাসীর নিরাপত্তা বৃদ্ধিতে আলো স্বল্পতা দূর করার জন্য আগামী ১ বছরের মধ্যে রাস্তায় ৩২ হাজার লাইট ইমিটিং ডায়ট (এলইডি) বাতি লাগানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একই সঙ্গে রাজধানী পরিচ্ছন্ন রাখতে ডিএসসিসি এলাকার রাস্তায় ১৫ হাজার ডাস্টবিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অপরদিকে ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাজধানীর ৪৯টি থানা, পুলিশ ফাঁড়ি ও সকল ইউনিটে কর্মরত সব পুলিশ সদস্যকে পরিচ্ছন্ন সৈনিক হিসেবে কাজ করতে নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ডিএসসিসির উদ্যোগে পুলিশের মাধ্যমে বছরব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ও ডিএমপি কমিশনার বক্তব্য রাখছিলেন। প্রতীকী এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, বর্তমানের ঢাকা অনেকটা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আমাদের প্রিয় শহর এ ঢাকাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আমাদেরই উদ্যোগ নিতে হবে। ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সবাইকে নিয়েই কাজ করতে হবে। আমরা ডিএসসিসি এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন আলো ঝলমলে দেখতে চাই। তাই নিরাপত্তার স্বার্থে বেশি আলো পেতে ও প্রয়োজনের কথা বিবেচনা করে রাস্তার বাতির ধরন পরিবর্তন করতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার রাস্তার বাতিতে আমরা এলইডি বাতি সংযোজন করব। সারা ঢাকায় আমরা আগামী ১ বছরের মধ্যেই ৩২ হাজার এলইডি লাইট লাগাব। ফলে রাস্তায় চলতে আর আলো স্বল্পতা দেখা দেবে না। বাড়ির আঙ্গিনা, রাস্তা, ফুটপাথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা রাস্তায় ১৫ হাজার ডাস্টবিন বসাব। এর মধ্যে আগামী ১ বছরের মধ্যেই ৫ হাজার ডাস্টবিন বসানো হবে।
×