ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে ভূমি জরিপ স্থগিত রাখার দাবীতে কৃষকদের মানববন্ধন

প্রকাশিত: ২১:৫৭, ৩০ জানুয়ারি ২০১৬

আমতলীতে ভূমি জরিপ স্থগিত রাখার দাবীতে কৃষকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা,আমতলী (বরগুনা) ॥ আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের ভূমি জরিপ স্থগিত রাখার দাবীতে দু’ সহাস্রাধীক কৃষক শনিবার সকালে আড়পাংগাশিয়া বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। ২০১২ সালে বরগুনার আমতলী উপজেলা বিভক্ত হয়ে তালতলী উপজেলায় উন্নিত হয়। আমতলী উপজেলা থাকায় আড়পাংগাশিয়া ইউনিয়ন পচাঁকোড়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসের অর্ন্তভুক্ত ছিল । উপজেলা বিভক্ত হওয়ায় পচাঁকোড়ালিয়া ইউনিয়ন তালতলী উপজেলায় এবং আড়পাগাংশিয়া ইউনিয়ন আমতলী উপজেলায় অর্ন্তভুক্ত হয়। কিন্তু ভুমি অফিস বিভক্ত হয়নি। পচাঁকোড়ালিয়া ভূমি অফিসের অধিনেই থেকে যায় আড়পাংগাশিয়া ইউনিয়ন ভূমি অফিসের কার্য্যক্রম। এতে বিপাকে পরে আড়পাংগাশিয়া ইউনিয়নের কৃষকরা। বন্ধ হয়ে যায় আড়পাংগাশিয়া ইউনিয়নের ভূমি কার্য্যক্রম। ওই ইউয়িনের কৃষকরা গত চার বছর ধরে পচাঁকোড়ালিয়া ভূমি অফিস থেকে কোন কাগজপত্র পাচ্ছে না। এদিকে আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি আড়পাংগাশিয়া ইউনিয়নের ৩২নং আড়পাংগাশিয়া, ৩৩নং ঘোপখালী ও ৪৯নং তারিকাটা তিনটি মৌজার জরিপ কাজ শুরু হলে ভূমি মালিকরা তহসিল অফিস না থাকায় প্রয়োজনীয় কাগজপত্র পাচ্ছে না। আড়পাংগাশিয়া ইউনিয়নে জরুরী ভিত্তিতে ভূমি অফিস স্থাপন না হওয়া পর্যন্ত জরিপ কার্য্যক্রম স্থগিত রাখার দাবীতে দু’সহাস্রাধীক কৃষক শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এক কিলোমিটার দৈর্ঘ্য মানববন্ধন করেছে।
×