ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোস্টন ম্যারাথনে বোমা হামলায় মৃত্যুদণ্ডের আসামির আপিল

প্রকাশিত: ১৯:২০, ৩০ জানুয়ারি ২০১৬

বোস্টন ম্যারাথনে বোমা হামলায় মৃত্যুদণ্ডের আসামির আপিল

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথনে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডদেশপ্রাপ্ত তরুণ জোখার সারনায়েভ দণ্ড কমাতে আদালতে আপিল করেছেন। স্থানীয় সময় গত শুক্রবার তার আইনজীবী প্রথম ইউএস সার্কিট কোর্টে আপিল আবেদন করেন। একই সঙ্গে জনতার রোষানল এড়াতে এ মামলার আপিল শুনানি বোস্টন থেকে অন্যত্র স্থানান্তরের দাবিও জানানো হয়। জোখার সারনায়েভ এবং তার ভাই তামেরলান সারনায়েভ মিলে ২০১৩ সালের এপ্রিল মাসে বোস্টন ম্যারাথন চলার সময় প্রেশার কুকার বোমা হামলা চালান। এতে তিনজন নিহত ও অন্তত ২৬০ জন আহত হন। যুক্তরাষ্ট্রের একটি আদালত ওই ঘটনায় অভিযুক্ত তরুণ জোখার সারনায়েভকে যাবজ্জীবন কারাদণ্ড না মৃত্যুদণ্ড দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে জুরিদের সময় লেগেছিল প্রায় ১৪ ঘণ্টা। অবশেষে তার মৃত্যুদণ্ডের আদেশ দেন যুক্তরাষ্ট্রের আদালত। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে এ দণ্ড কার্যকর করার কথা রয়েছে। বোমা হামলার পাশাপাশি জোখার সারনায়েভের বিরুদ্ধে পুলিশ হত্যা এবং গাড়ি ছিনতাই করে গ্রেপ্তার এড়ানোর জন্য পালিয়ে যাওয়ার অভিযোগও আনা হয়। জোখার সারনায়েভের রায় প্রদানকালে যুক্তরাষ্ট্রের একজন কৌঁসুলি কারমেন ওর্টিজ বলেন, "সকল মুসলিমের পক্ষ থেকে সে এ কাজ করেছে বলে দাবি করেছে। কিন্তু এ নিয়ে কোনো ভুল বোঝার সুযোগ নেই, কারণ এটি কোনো ধর্মীয় অপরাধ নয় এবং অবশ্যই এটি মুসলিম মতের প্রতিফলনও নয়। যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছিল।" ওই সময়ে সারনায়েভের আইনজীবী উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছিলেন। আপিলের মীমাংসা শেষে মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়তো আরো সময় লেগে যেতে পারে। চেচেন বংশোদ্ভূত সারনায়েভ ভ্রাতৃদ্বয় ২০০২ সালে পরিবারের সঙ্গে অ্যামেরিকায় আসে।
×