ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এফডিআরের তথ্য জানতে হলমার্কের সহযোগী তিন জনকে তলব

প্রকাশিত: ০৮:৩৫, ৩০ জানুয়ারি ২০১৬

এফডিআরের তথ্য  জানতে হলমার্কের  সহযোগী তিন জনকে তলব

স্টাফ রিপোর্টার ॥ এফডিআরের সাড়ে ১৮ কোটি টাকার তথ্য জানতে হলমার্কের সহযোগী তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্টদের ঠিকানায় তলবের নোটিস পাঠানো হয়েছে। দুদক পরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী এ নোটিস করেছেন। নোটিসে ৪ ফেব্রুয়ারি তাদের দুদকের জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট তিন থানার অফিসার ইনচার্জের কাছে ওই তিনজনের ঠিকানা যাচাইপূর্বক তাদের বিষয়ে কমিশনকে লিখিতভাবে জানাতে অনুরোধ করে পৃথক চিঠি দেয়া হয়েছে। যাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তারা হলেন মাদারীপুরের শিবচর থানার ভা-ারীকান্দি গ্রামের মৃত জয়নুদ্দিন বেপারির ছেলে আবদুর রশিদ, রাজধানীর ১৯০/০২ এ, পশ্চিম কাফরুলের বাসিন্দা আবু সাইদ ও ৭৬/ক দারুস সালাম মিরপুরের বাসিন্দা মোঃ মহিদুল রহমান। তাদের বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে যথাক্রমে শিবচর থানা, কাফরুল থানা ও দারুস সালাম থানার অফিসার ইনচার্জকে চিঠি দেয়া হয়েছে।
×