ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইডিইবি’র নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির নিরঙ্কুশ বিজয়

প্রকাশিত: ০৫:৫৫, ৩০ জানুয়ারি ২০১৬

আইডিইবি’র নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির নিরঙ্কুশ বিজয়

স্টাফ রিপোর্টার ॥ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ সমর্থিত প্যানেল। ভরাডুবি হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের। বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুর রব ভূঞাকে প্রায় নয় হাজার ভোটের ব্যবধানে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি এ কে এম এ হামিদ। বিএনপি-জামায়াত সমর্থিত খন্দকার মাঈনুর রহমানকে আট হাজার ভোটের ব্যবধানে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। চিহ্নিত জামায়াত নেতা ও দুর্নীতির দায়ে অভিযুক্তদের নিয়ে প্যানেল তৈরি করার কারণেই বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের ভরাডুবির কারণ বলে বলছেন সংশ্লিষ্টরা। ৩৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে এ কে এম এ হামিদ-শামসুর রহমান প্যানেলের সহ-সভাপতি (ঢাকা) এ কে এম আব্দুল মোতালেব, সহ-সভাপতি (চট্টগ্রাম) জাফর আহমেদ সাদেক, সহ-সভাপতি (কুমিল্লা) মোখলেছুর রহমান, সহ-সভাপতি (সিলেট) মাহমুদুর রশীদ মসরু, সহ-সভাপতি (ফরিদপুর) কে এম আমিনুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি (ময়মনসিংহ) অজয় কুমার সরকার, সহ-সভাপতি (খুলনা) মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি (রাজশাহী) আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক (ঢাকা) মোঃ ফজলুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুন নুমান, অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেহান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (মহিলা) মীনা পারভীন, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক আকন্দ, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক মল্লিক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ ইদরীস আলী, সহ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ আবুল কালাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ বি এম আতিয়ার রহমান, গবেষণা ও আইসিটি সম্পাদক মোঃ জিয়াউল হাসান শেখ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দফতর সম্পাদক এম গোলাম মোহাম্মদ, মহিলা ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক নিগার বানু, লাইব্রেরী সম্পাদক মোঃ আবুল বাসার, প্রকাশনা সম্পাদক ওয়াজকরনী বিশ্বাস রহিজ, চাকরি বিষয়ক সম্পাদক দীপক কুমার ভৌমিক, ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান নয়ন নির্বাচিত হন। গেল ২৮ জানুয়ারি ঢাকাসহ দেশের ৬৪টি প্রশাসনিক ও ৫টি সাংগঠনিক জেলায় প্রায় ২৩ হাজার সদস্য প্রকৌশলীর মধ্যে প্রায় ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করায় আইডিইবির পক্ষে সদস্য প্রকৌশলীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
×