ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় উদীচীর নাট্য উৎসবের সমাপনী আজ

প্রকাশিত: ০৫:৫২, ৩০ জানুয়ারি ২০১৬

নেত্রকোনায় উদীচীর নাট্য উৎসবের সমাপনী আজ

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ‘জাগাও নাটক, সাজাও দেশ’Ñ সেøাগানকে সামনে রেখে নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘ঢাকা বিভাগীয় নাট্যোৎসব’ আজ শেষ হচ্ছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদের ব্যবস্থাপনায় ঢাকা বিভাগীয় নাট্যোৎসব উদযাপন কমিটি’ এ উৎসবের আয়োজন করে। বৃহস্পতিবার এ উৎসবের উদ্বোধন করা হয়। ওইদিন বিকেল সাড়ে তিনটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের পর পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা প্রবীণ নাট্যশিল্পী বিমল চক্রবর্তী। উদ্বোধনের পর শহরে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুস সালাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা। আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ, বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, নাট্যকার ও নির্দেশক গোলাম সারওয়ার, বিমল চক্রবর্তী, উদীচীর কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবীন, মোস্তাফিজুর রহমান খান, সন্তোষ রাজভর, নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক বাচ্চু ও সদস্য সচিব নীলম বিশ্বাস রাতুল। ওইদিন দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশনার পর মঞ্চস্থ হয় জামালপুর জেলা উদীচীর ‘মৃত্যুঞ্জয়’ ও ময়মনসিংহ জেলা উদীচীর ‘দেয়ালের লিখন’। শুক্রবার সন্ধ্যায় উদীচীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ মঞ্চস্থ করে ‘পলাশের রং’ এবং কেন্দ্রীয় সংসদ পরিবেশন করে নাটক ‘কাক চরিত্র’। এছাড়া আজ মঞ্চস্থ হবে তিনটি নাটক। এর মধ্যে রয়েছে : কিশোরগঞ্জ জেলা উদীচীর ‘অতঃপর সাধু’, শেরপুর জেলা উদীচীর ‘বর্ণচোর’ এবং নেত্রকোনা জেলা উদীচীর ‘চোরাকাহিনী’।
×