ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লা সাংস্কৃতিক উৎসবে ‘যমুনা’

প্রকাশিত: ০৫:৫১, ৩০ জানুয়ারি ২০১৬

কুমিল্লা সাংস্কৃতিক উৎসবে ‘যমুনা’

সংস্কৃতি ডেস্ক ॥ বিলেতের অক্সফোর্ড শহরের নাটকের দল থিয়েটার ফোকস প্রযোজিত ‘যমুনা’ নাটকটি আজ শনিবার কুমিল্লা সাংস্কৃতিক উৎসবে মঞ্চস্থ হতে যাচ্ছে। আয়োজক সূত্রে জানা গেছে, এ উৎসবে আজ সন্ধ্যা ৭-৪০ মিনিটে কুমিল্লার বীরচন্দ্র নগর মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি রচনা করেছেন সেলিনা শেলী। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ইংরেজী ভাষায় রচিত ‘যমুনা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিনা শেলী, তৌকীর আহমেদ, সামিনা লুৎফা নিত্রা, অনিন্দিতা সরকার, সাদিয়া আহমেদ, জান্নাত সোমা ও হুমায়রা আখতার। নাটকের সঙ্গীত পরিচালনায় অয়ন চৌধুরী, জিয়াউল আবেদিন রাখাল, ইভান রিয়াজ, আলোক পরিকল্পনা মোহাম্মদ আলী হায়দার, সেট ও প্রপস- মাঞ্জুরুল হুসাইন শামীম, সঙ্গীত- সুমেল চৌধুরী, পোশাক পরিকল্পনা রিফাত রেজা, কোরিওগ্রাফি সামিনা লুৎফা নিত্রা। নাটকের ইংরেজী অনুবাদ রূপকথা প্রিয়দর্শিনী, চুপকথা প্রিয়ভাষিণী ও জেসি রোদসী। সার্বিক ব্যবস্থাপনায় মিজানুর রহমান ও ইমরান খান মুন্না। যমুনা নাটকে তুলে ধরা হয়েছে একজন ভাস্করের গল্প। শিল্পীর নানা শিল্প কর্মের প্রথম প্রদর্শনীর আগে তাঁকে ভীষণ দ্বিধাদ্বন্দ্বে থাকতে দেখা যায়। সে কি তাঁর অতীতের শেকল ভেঙ্গে মুক্ত হাওয়ায় উড়বে নাকি পরিবার ও স্বজনের কথা ভেবে চুপই থাকবে। কিন্ত চুপ থাকলে যে প্রতিশ্রুতি ভঙ্গের দায় এড়ানো যাবে না। কি করবে এখন যমুনা? বাংলাদেশের একজন ভাস্কর ও মুক্তিযোদ্বা নারীর ব্যক্তিগত লড়াই ও বেঁচে থাকার গল্প যমুনা। প্রসঙ্গত, থিয়েটার ফোকস ‘যমুনা’ নাটকটি নিয়ে ২০১২ সাল থেকে অক্সফোর্ড, বার্মিংহাম, লন্ডন, ঢাকা ও ভারতের উড়িষ্যার কাটাক শহরে দর্শকদের আলোড়িত করে। দলটি এবার যাচ্ছে ষষ্ঠ কুমিল্লা সাংস্কৃতিক উৎসব এ তাদের দ্বিতীয় প্রযোজনা ‘যমুনা’ নাটকের প্রদর্শনী করতে। জানা গেছে, কুমিল্লা সংস্কৃতি উৎসব মঞ্জুরুল আজিম পলাশের পরিকল্পনায় গত পাঁচ বছর যাবত এই উৎসব পরিচালিত হচ্ছে। উৎসবে দেশ বিদেশের নানা সাংস্কৃতিক আয়োজন থাকে। প্রতিবছর জানুয়ারি মাসের ২৯, ৩০ এবং ৩১ তারিখ কুমিল্লা শহর এই উৎসবকে কেন্দ্র করে মুখর থাকে। সেই ধারাবাহিকতায় ‘যমুনা’ নাটকটির মঞ্চায়ন উপলক্ষে স্থানীয় দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে।
×