ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় পথনাট্যোৎসব শুরু কাল

প্রকাশিত: ০৫:৫০, ৩০ জানুয়ারি ২০১৬

জাতীয় পথনাট্যোৎসব শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ ‘জঙ্গীবাদ রুখে দাঁড়াও বিশ্ব শান্তির পতাকা উড়াও’ সেøাগানে ‘জাতীয় পথনাট্যোৎসব ২০১৬’ আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল রবিবার বিকেল ৪টায় ৮ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফেডারেশন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন শিল্পী কালিদাস কর্মকার, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, শাজাহান শাহ, সৈয়দ দুলাল, তৌফিক হাসান ময়না, সুচরিত দাস খোকন, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সানোয়ার আলম খান দুলু ও পাপিয়া সেলিম, সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উল্লেখ্য, ‘জাতীয় পথনাট্যোৎসব ২০১৬’ উপলক্ষে কামরুন নূর চৌধুরীকে আহ্বায়ক ও মাসুদ আলম বাবুকে সদস্য সচিব করে একটি উৎসব উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। এবারের উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের মোট ৪৪টি নাট্য সংগঠন অংশগ্রহণ করবে। উৎসব শেষ হবে ৭ ফেব্রুয়ারি।
×