ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫০, ৩০ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

শিবির নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপারকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর টিভি গেট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলাসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে ১৮টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মুন্সীগঞ্জে সংবর্ধনা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নবনির্বাচিত পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সুপার মার্কেটে ‘একই বৃত্তে পঁচিশ’ নামের একটি সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে। সংগঠনটির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেনÑ ফারিয়া ফয়সাল আফরিন, সাইফুল বিন সামাদ সুহৃদ, আবু হাসান ভূঁইয়া বাবু ও সোহেল রানা রানু প্রমুখ। নৌ শোভাযাত্রা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৯ জানুয়ারি ॥ শ্রাবকবুদ্ধ শ্রীমত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শনিবার ৪র্থ পরিনির্বাণ বার্ষিকী। এ দিনটিকে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য্য সহকারে উদ্যাপনের জন্য রাজবন বিহার ও যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রসহ বিভিন্ন বিহার নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যামচুগের উদ্যোগে শক্র ও শনিবার দুই দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছে। এ উপলক্ষে শুক্রবার কাপ্তাই লেকে এক ব্যতিক্রমধর্মী নৌ শোভাযাত্রার মাধ্যমে বনভান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। শোভাযাত্রাটি সুবলং থেকে লংগদু পর্যন্ত কয়েক হাজার পুণ্যার্থী অংশ নেয়। মতবিনিময় সভা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ জানুয়ারি ॥ প্রকৃতি পরিবেশ সংরক্ষণ, নারী নির্যাতন রোধ, আদিবাসীদের ভূমির অধিকার রক্ষায় সাংবাদিকদের নিয়ে শেরপুরে মতবিনিময় সভা করেছে ‘জনউদ্যোগ’ নামের একটি নাগরিক সংগঠন। শুক্রবার শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষাবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রফিক মজিদ, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু ও জেলা উদীচীর সম্পাদক এএসএম আবু হান্নান। ডাকাত আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে একটি দেশীয় তৈরি কাটাবন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ ডাকাত সর্দার বেলাল উদ্দিনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে মরিচ্যা পালং গ্রামের রশিদ আহমদের পুত্র। চোরচক্রের দুই সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৯ জানুয়ারি ॥ জেলায় বিপুল পরিমাণ চোরাই ওষুধসহ জহিরুল ইসলাম খোকন ও রুবেল হোসেন নামে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার বাইশমারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত বিভিন্ন ধরনের প্রায় ৫ লাখ টাকার ওষুধ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম খোকন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পূর্ব হাজিপুর গ্রামের শাহহাজান মিয়ার ছেলে এবং রুবেল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে। কারেন্ট জাল উদ্ধার ॥ জরিমানা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে শুক্রবার ৪ কোটি মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি ট্রলারসহ ৩ জেলেকে আটক করেন তারা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩ জেলেকে আটক করা হয়। প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শুক্রবার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের পুরাতন কাচারি সড়কে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা আর্বৃত্তি, নাটক ও প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন। হেরোইনসহ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৯ জানুয়ারি ॥ বৃহস্পতিবার রােেত জয়পুরহাট-ধামইরহাট সড়কে ঢাকাগামী সালমা পরিবহন থেকে এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করে। পাবনা বার সমিতি নির্বাচনে আ’লীগ প্যানেল জয়ী নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৯ জানুয়ারি ॥ পাবনা বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে বিজয়ী হয়েছে। সভাপতি পদে শাহ আলম, সহ-সভাপতি পদে শওকত আলী সিকাত, শামসুল হুদা, সাধারণ সম্পাদক আহাদ বাবু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের ৩টি সদস্য পদসহ ৬টিতে বিজয়ী হয়েছেন। নোয়াখালীতে বিএনপি সমর্থিত নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী থেকে জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি ১০টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ৫টি পদে নির্বাচিত হয়েছেন। ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৯ জানুয়ারি ॥ রানীশংকৈল উপজেলার কুলিক নদীর পানিতে ডুবে সহোদর দুই স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ওই উপজেলার সন্ধারই গ্রামের খলিলের ছেলে নাহিদ ও নান্নু বাড়ির গরুটিকে গোসল করাতে পার্শ¦বর্তী কুলিক নদীতে যায়। গরুকে গোসল করানোর এক পর্যায়ে দুই ভাই নদীর পানিতে ডুবে যায়। দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন দুই ভাইয়ের লাশ উদ্ধার করে। রাণীশংকৈল ডিগ্রি কলেজের পিয়ন খলিলুর রহমানের পুত্র নাহিদ রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী এবং নান্নু ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খাগড়াছড়িতে অস্ত্র গুলিসহ পিতা-পুত্র আটক পার্বত্যাঞ্চল, প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলা সদরের বিজিতলা এলাকায় শুক্রবার সকালে সেনাবাহিনী এক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন সদর ইউনিয়ন পরিষদের সদস্য কালি বন্ধু ত্রিপুরা (৪৫) এবং তার ছেলে যতন ত্রিপুরা। মহালছড়ি সেনা জোনের একটি দল এই অভিযান পরিচালনা করে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর নাছির উল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ির বিজিতলা ক্যাম্প কমান্ডার লে. আরিফুল রহমানের নেতৃত্বে একটি সেনা টিম বিজিতলা এলাকায় সদর ইউনিয়নের মেম্বার কালি বন্ধু ত্রিপুরার বাসায় অভিযান চালায়। এ সময় দুটি দেশীয় তৈরি বন্দুক, ৩ রাউন্ড গুলি, ভারতীয় সেনাবাহিনীর পোশাক, ভারতীয় মুদ্রা, ও ১টি বাইনোকুলার উদ্ধার করে। এ সময় কালি বন্ধু ত্রিপুরা ও তার ছেলে যতন ত্রিপুরাকে আটক করা হয়। আটককৃতদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে । কুমিল্লায় সন্ত্রাসী নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, দুটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজসহ হানিফ ওরফে টেংকু হানিফ নামে যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গত বছরের ২ সেপ্টেম্বর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নগরীর শীর্ষ সন্ত্রাসী জিরা সুমনের অন্যতম সহযোগী বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, জেলা ডিবি বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এলাকার জলিল সুপার মার্কেটের সামনে থেকে ব্যাগসহ সন্ত্রাসী হানিফ ওরফে টেংকু হানিফকে গ্রেফতার করে তার ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচ রাউন্ড গুলিসহ দুটি এলজি উদ্ধার করে। সে নগরীর ভাটপাড়া এলাকার হারুন-অর-রশিদের ছেলে। বরিশালে সহস্রাধিক নেতাকর্মী আ’লীগে স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি চেয়ারপার্সন কটূক্তি করায় ক্ষিপ্ত হয়ে এবং স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শুক্রবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও জাপার সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে খালেদ হোসেন স্বপনের হাতে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন। সোনারগাঁয়ে কিশোরীর আত্মহত্যা সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ২৯ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে কল্পনা (২৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের ফতেপুর দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম আক্কাস আলী। পুলিশ ও এলাকাবাসী জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে বকাঝকা করে তার মা।এ অভিমানে সারারাত ঘরের বাইরে কাটায় কল্পনা। প্রত্ন সম্পদ হস্তান্তর সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নের ও প্রতœতত্ত্ব অধিদফতরের সহযোগিতায় বেশকিছু বেসরকারী প্রতিষ্ঠান প্রতœতাত্ত্বিক জরিপ, খনন ও অন্যান্য গবেষণামূলক কাজ সম্পাদন করে আসছে। এর মধ্যে ঐতিহ্য অন্বেষণের (প্রতœতাত্ত্বিক গবেষণা কেন্দ্র) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুফি মুস্তাফিজুর রহমান, (জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়) ২০০৩Ñ২০০৪ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে ২০১৫Ñ২০১৬ অর্থবছর পর্যন্ত নরসিংদী জেলার উয়ারী-বটেশ^র অঞ্চলে জরিপ ও খনন কাজ সম্পাদন করেন। ড. মুস্তাফিজ ২০০৩Ñ২০০৪ থেকে ২০১২Ñ২০১৩ অর্থবছর পর্যন্ত খননে প্রাপ্ত প্রতœবস্তুসমূহের অর্থবছর অনুযায়ী তালিকা প্রস্তুত করে সর্বমোট ৫৮৬টি প্রতœবস্তু ২৪ জানুয়ারি, প্রতœতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করেন। প্রতœবস্তুগুলো পরবর্তীতে গবেষণার উপাত্ত হিসেবে ব্যবহৃত হবে। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন অধিদফতরের মহাপরিচালক আলতাফ হোসেন (অতিরিক্ত সচিব), জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সুফি মুস্তাফিজুর রহমান, প্রতœতত্ত্ব অধিদফতরের উপ-পরিচালক ড. আতাউর রহমান ও উপ-পরিচালক (প্রতœ) আফরোজা খান মিতা প্রমুখ। Ñবিজ্ঞপ্তি মাদারীপুরে আইনজীবী সমিতি আওয়ামী লীগ সমর্থিত পরিষদ জয়ী নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৯ জানুয়ারি ॥ মাদারীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী হয়েছে। ১৩ পদের মধ্যে ১টি সদস্যপদ ব্যতীত সকল পদে জয়লাভ করে এ পরিষদ। নির্বাচন কমিশনার এবিএম নজরুল ইসলাম মিনা জানান, ১৩ পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ওবায়দুর রহমান কালু খান নির্বাচিত হন। নির্বাচনে সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান সিং ও সহসভাপতি গোলাম আজম শামীম গৌড়া, সাধারণ সম্পাদক বাবুল আকতার, সহসম্পাদক (সার্বিক) গোলাম কিবরিয়া হাওলাদার, সহসম্পাদক (আপ্যায়ন) জাকির হোসেন লোকমান, সহসম্পাদক (লাইব্রেরি) জুবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সবুজ কুমার রায় নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হলেনÑ ইব্রাহিম সবুজ, দেলোয়ার হোসেন, আবুল হাসান সোহেল, মোঃ জয়নুল আবেদীন (বিএনপি) ও দবির উদ্দিন হাওলাদার। দরিদ্রকে সহায়তা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৯ জানুয়ারি ॥ কচুয়ায় হতদরিদ্র ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিতারা ইউনিয়নের নিন্দুপুর ড. মহীউদ্দীন খান আলমগীর স্কুল এ্যান্ড কলেজ মাঠে স্থানীয় সরকারের এলজিএসপি-২ প্রকল্পের আওতায় বিতারা ইউপি চেয়ারম্যান ১৫টি সেলাই মেশিন, ৩২ বান্ডেল ঢেউটিন, ১২টি টিউবওয়েল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সাগর চন্দ্র দাসসহ সকল ইউপি সদস্যবৃন্দ। কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে শীতার্ত ১২শ’ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। একই বৃত্তে পঁচিশ নামের সংগঠন এই মহতী উদ্যোগ গ্রহণ করে। শুক্রবার সুপার মার্কেটের সংগঠনটির কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নব নির্বাচিত পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। সংগঠনটির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী ফারিয়া ফয়সাল আফরিন, সাইফুল বিন সামাদ সুহৃদ প্রমুখ। বিটিসিএলের মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ দাবি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডÑ বিটিসিএলের (সাবেক বিটিটিভি) অস্থায়ী চাকরিরত ১৮৫৭ শ্রমিক-কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টাররোল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সম্প্রতি রমনা টেলিফোন ভবনের (গুলিস্তান টেলিফোন এক্সচেঞ্জ) সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী (মাননীয় প্রধনামন্ত্রী) বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালিত হয়। মাস্টাররোল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিমের নিকট স্মারকলিপি প্রদান করেন। Ñবিজ্ঞপ্তি সিলেটের বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা এই নির্দেশ শুক্রবার থেকে কার্যকরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, যন্ত্র দানব বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের ফলে এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে। কৃষি উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়িতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ১২টি পাওয়ার টিলার, ছয়টি উন্নত স্প্রে মেশিন ও ছয়টি ঘাস কাটার মেশিন দেয়া হয় প্রান্তিক কৃষকদের। উপজেলায় কম্পাউন্ডে অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, শেখ লুৎপর রহমান, ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, জগলুল হালদার ভুতু প্রমুখ। আলুর উৎপাদনের গুরুত্বপূর্ণ এই উপজেলার কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহারে উৎসাহিতকরণে উপজেলা পরিষদ এই উদ্যোগ গ্রহণ করেছে। মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন হয়েছে। শুক্রবার এর উদ্বোধন করেন অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব আলম বাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির আব্দুল হামিদ, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান, আব্দুর রশিদ শিকদার, মেহেদি হাসান ও আনোয়ার হোসেন প্রমুখ।
×