ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধ, সাতক্ষীরায় হামলায় আহত ছয়

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ জানুয়ারি ২০১৬

জমি নিয়ে বিরোধ,  সাতক্ষীরায় হামলায় আহত ছয়

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, গোবরদাড়ি গ্রামের মুজিবর রহমান, আবু হাসান ও আবু হোসাইন, আজিজুর রহমান, আবু হাসানের স্ত্রী রইফুর নেছা, নজিবুর রহমানের স্ত্রী নাজমা খাতুন। আহত সকলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মুজিবর রহমান ও তার ভাই আজিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন আহত আবু হাসান জানান, তার বাবা মুজিবর রহমান ও চাচা আজিজুর রহমানসহ চার জন প্রতিবেশী গোবরদাড়ি গ্রামের তবিবুর রহমান এর কাছ ৫ শতক ধানের জমি ক্রয় করেন। এরপর এই জমি তাদের দখলে থাকে। শুক্রবার সকালে হঠাৎ করে তবিবুর রহমানের নেতৃত্বে ৭/৮ জন ওই জমিতে ধান রোপণ করতে গেলে মুজিবর রহমানসহ তার পরিবারের লোকজন এতে বাধা দেয়। এ সময় তবিবুর ও মিজানুরের নেতৃত্বে ৭ থেকে ৮ জন অতর্কিত হামলা চালিয়ে তাদের ৬ জনকে কুপিয়ে মারাত্মক আহত করে।
×