ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খামারে ভেড়ার মৃত্যু দেখিয়ে বিক্রি রাজশাহীতে তদন্ত প্রতিবেদন দাখিল

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ জানুয়ারি ২০১৬

খামারে ভেড়ার মৃত্যু দেখিয়ে বিক্রি রাজশাহীতে তদন্ত  প্রতিবেদন দাখিল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট সরকারী ভেড়া খামারের ম্যানেজার ফাহাদ আব্দুল্লাহ আল রাজীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। খামারের ভেড়া মৃত্যু দেখিয়ে বিক্রির ঘটনায় সম্প্রতি পাঁচ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজিম উদ্দিন এ প্রতিবেদন দাখিল করেন। খামারের প্রকল্প পরিচালক ডাঃ হাবিবুর রহমানের দফতরে পাঠানো প্রতিবেদনে দুর্নীতির প্রমাণ মিলেছে বলে জানা গেছে। তবে প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে তদন্ত কমিটি। তবে প্রতিবেদনে প্রয়োজনীয় সুপারিশও করা হয়েছে বলে তারা বলেন। এদিকে রাজাবাড়ীহাট ডেমনস্ট্রেশন সরকারী ভেড়া খামারের ম্যানেজার ফাহাদ আব্দুল্লাহ আল রাজীর অপকর্ম ঢাকার চেষ্টা করে আগের একটি তদন্ত কমিটি। প্রসঙ্গত খামারের ১৫টি ভেড়ার মৃত্যুর পর ম্যানেজার ফাহাদ আব্দুল্লাহ আল রাজী রাতের আঁধারে ৩২টি ভেড়া গোপনে বিক্রি করে দেন। ঘটনাটি জানাজানি হলে রাজাবাড়ীহাট আঞ্চলিক খামারের ডিডি ডাঃ গোলাম কাদের তাৎক্ষণিকভাবে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটির আহ্বায়ক রাজাবাড়ীহাট আঞ্চলিক হাস ও মুরগি খামারের পোল্ট্রি জেনেট্রিস্ট ডাঃ হুমায়ন কবির বলেন, তদন্তে ১২টি ভেড়া মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে ভেড়া বিক্রির বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান। তিনি জানান, সংশ্লিষ্ট খামারের ম্যানেজারের বিরুদ্ধে প্রতিবেদনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
×