ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে আবদুল্লাহ আবু সায়ীদ বই মানুষের মনকে সুন্দর ও আলোকিত করে

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে আবদুল্লাহ আবু সায়ীদ বই মানুষের মনকে সুন্দর ও আলোকিত করে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘বছরজুড়ে বইপড়া কর্মসূচী’তে নিজের উৎকর্ষর লক্ষ্যে রাজশাহী নগরীর ৮৬২ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। শুক্রবার সকালে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এ পুরস্কার বিতরণ উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মুনির হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্র নাটোর শাখার সংগঠক অধ্যাপক অলোক মৈত্র, অধ্যক্ষ ড. মোহাম্মদ মকবুল হোসেন, সোমা আহমেদ, শরিফ মোহাম্মদ মাসুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বিভিন্ন গল্পের ভেতর দিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে বলেন, বই মানুষের হৃদয়কে সুন্দর করে, আলোকিত করে ও জীবনকে সমৃদ্ধ করে। আর সমৃদ্ধ হৃদয়ের মানুষরাই পারে একটি সমৃদ্ধ জাতি গঠন করতে। তিনি আরও বলেন, তোমরা বই পড়, বই পড়লে তোমাদের হৃদয় সুন্দর হবে ও তোমরাও ভাল হবে। তোমরা ভাল হলে বাংলাদেশ ভাল হবে। বাংলাদেশ বড় হবে। অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে, এটা সম্ভব হয়েছে বইপড়ে ও স্বপ্ন দেখে। বিশ্বসাহিত্য কেন্দ্র তোমাদের সেই স্বপ্ন দেখাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
×