ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে সংঘর্ষ, তিন বাড়িতে আগুন ॥ পুলিশসহ আহত ২০

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ জানুয়ারি ২০১৬

ঝিনাইদহে সংঘর্ষ, তিন বাড়িতে আগুন ॥ পুলিশসহ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৯ জানুয়ারি ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ ও ৩ মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সেসময় ৩টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ৭ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করে। শুক্রবার সকাল ৮টার দিকে শৈলকুপা উপজেলার চর-আউশিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। আহত ৬ জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক জানান, চর-আউশিয়া গ্রামের সিরাজুল ইসলাম ও মক্কেল আলীর মধ্যে দীর্ঘদিন যাবত জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ৮টার দিকে সিরাজ গ্রুপ জমি দখল করতে গেলে মক্কেল গ্রুপ বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের প্রায় ৬ থেকে ৭শ’ লোক ঢাল, সড়কি, রামদা, লাঠি-সোঠা, ইট-পটাকেল নিয়ে তুমূল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ৩টি বাড়িত আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে এক এসআইসহ ৫ পুলিশ আহত হয়। সেসময় পুলিশ ৭ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে।
×