ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সানিয়া-হিঙ্গিসের টানা তিন

প্রকাশিত: ০৫:৪১, ৩০ জানুয়ারি ২০১৬

সানিয়া-হিঙ্গিসের টানা তিন

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের মার্চে প্রমীলা টেনিসের দ্বৈতে সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বাঁধেন সানিয়া মির্জা। এরপরই ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জেতেন তারা। সেই যে শুরু, এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি এই ইন্দো-সুইস জুটির। বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন সানিয়া আর হিঙ্গিস। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গত বছর উইম্বলডন এবং ইউএস ওপেনের শিরোপা জয়ের পর শুক্রবার যোগ করলেন অস্ট্রেলিয়ান ওপেনের দ্বৈতের শিরোপা। সেইসঙ্গে গড়লেন টানা তিন গ্র্যান্ডসøাম জয়ের অবিস্মরণীয় কীর্তি। শুক্রবার মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনালে সানিয়া মির্জা আর মার্টিনা হিঙ্গিস জুটি ৭-৬ (৭-১) এবং ৬-৩ গেমে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের আন্দ্রেয়া হাভাকোভা এবং লুসি হৃদিকাকে। অস্ট্রেলিয়ার রড লেভার এ্যারিনায় জয়টা অবশ্য সহজে আসেনি তাদের। চেকপ্রজাতন্ত্রের এই জুটিকে হারাতে রীতিমতো ঘামই ঝরাতে হয়েছে সানিয়া-মার্টিনাকে। লড়তে হয়েছে ১০৯ মিনিট। যদিও দু’টি সেটেই জিতেছেন তারা। ফাইনালের প্রথম সেটে ইন্দো-সুইস জুটিকে হারানোর প্রায় কাছাকাছিও চলে গিয়েছিলেন চেক জুটি। এই সেট জিততে সানিয়াদের লড়তে হয়েছে ৬২ মিনিট। কঠিন লড়াইয়ের পর ৭-৬ ব্যবধানে জিতে প্রথমে এগিয়ে যান বিশ্বের প্রমীলা দ্বৈতের শীর্ষে থাকা সানিয়া আর মার্টিনা হিঙ্গিস। দ্বিতীয় সেটে চেক জুটিকে কোন সুযোগই দেননি তার। মাত্র ৪৭ মিনিটেই লড়াই শেষে সানিয়া-হিঙ্গিস দ্বিতীয় সেট জিতে নেন ৬-৩ ব্যবধানে। সেইসঙ্গে টানা ৩৬ ম্যাচ জয়ের রেকর্ডও গড়েন তারা। যা টেনিস ইতিহাসের দ্বৈতের তৃতীয় সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড। চেক জুটিকে হারিয়ে টানা তিনটি গ্র্যান্ডসøাম জিতে দারুণ রোমাঞ্চিত সানিয়া মির্জা। এ বিষয়ে ২৯ বছর বয়সী ভারতীয় এই টেনিস তারকা বলেন, ‘যারা আমাদের সমর্থন জুগিয়েছেন, তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। অস্ট্রেলিয়ান ওপেন আমার জন্য বিশেষ কিছু। এটা আমার ঘরের মাঠের টুর্নামেন্টের মতোই। এখানে আমার কিছু স্মরণীয় মুহূর্ত রয়েছে।’ তবে কৃতিত্ব দিচ্ছেন মার্টিনা হিঙ্গিসকেও। সানিয়া বলেন, ‘মার্টিনা অসাধারণ খেলেছে। যা আমাকে শিরোপা জয়ে সহায়তা করেছে। গত বছরটা আমাদের দারুণ কেটেছে। এই মৌসুমেও তার ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ কম যাননি হিঙ্গিসও। সানিয়ার প্রশংসায় মেতে ৩৫ বছর বয়সী বলেন, ‘সানিয়া তোমাকে ধন্যবাদ। আসলে তুমি ছাড়া এখানে আসতে পারতাম না আমি। আমাদের জন্য প্রকৃতপক্ষেই এটা খুব কঠিন এক টুর্নামেন্ট ছিল।’
×