ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবার আগে সুপার লীগে ইংল্যান্ড

প্রকাশিত: ০৫:৪১, ৩০ জানুয়ারি ২০১৬

সবার আগে সুপার লীগে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ সবার আগে সুপার লীগে পা রেখেছে ইংল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট দল। যুব বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনেই ইংলিশ যুবারা টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে এ যোগ্যতা দেখায়। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দলকে ৬১ রানে হারায় তারা। ‘বি’ গ্রুপের সমীকরণ থেকে এটা স্পষ্ট যে একই সঙ্গে আর অন্য দু’টি দলের পয়েন্ট ৪ হওয়ার কোন সম্ভাবনা নেই। উল্লেখ্য, চারটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি করে দল সুপার লীগে উন্নীত হবে। গ্রুপের অপর ম্যাচে টানা দ্বিতীয় হারে সুপার লীগে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে ফিজির। ফিজির যুবারা চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুইয়ে অনুর্ধ-১৯ দলের কাছে হেরেছে ৭ উইকেটে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলায় স্কটল্যান্ড অনুর্ধ-১৯ দলকে ৯ উইকেটে বিধ্বস্ত করে শুভ সূচনা করেছে নামিবিয়া অনুর্ধ-১৯। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ॥ ২৯৯ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে এবার বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ইংল্যান্ডের যুবারা। দুর্বলতর ফিজির বিরুদ্ধে সেই জয়ে নিজেদের আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছিল তাদের। তবে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দল বেশ শক্ত প্রতিপক্ষ। এবার টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ইংলিশরা। দলীয় ৮৪ রানে দুই উইকেট হারালেও শুরুটা মন্দ বলা যাবে না। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ড্যান লরেন্স ৫৬ বলে ৮ চারে ৫৫ রান করে ফিরে যান। এরপর জ্যাক বার্নহ্যামের ৫৫ বলে ৪৪ (৪ চার, ২ ছক্কা), কালাম টেইলর ৬৭ বলে ৫৯ (২ চার, ৩ ছক্কা) রান করলে ৭ উইকেটে ২৮২ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। জবাবে গিরডন পোপের ৬০ বলে ৬০ (৬ চার, ৩ ছক্কা) ও কিমো পলের ৫৮ বলে ৬৫ (৭ চার ও ১ ছক্কা) রানের দুটি ঝড়ো ইনিংসের পরও ৪৩.৪ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মিডিয়াম পেসার সাকিব মাহমুদ ৪২ রানে ৪ উইকেট শিকার করেন। ৬১ রানের জয় তুলে নেয় ইংল্যান্ড। টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার লীগও নিশ্চিত করলো তারা। আর এটি ক্যারিবীয় যুবাদের প্রথম ম্যাচ। স্কোরকার্ড ॥ ইংল্যান্ড ইনিংস- ২৮২/৭; ৫০ ওভার (কালাম ৫৯, লরেন্স ৫৫, বার্টলেট ৪৮, বার্নহ্যাম ৪৪; পোপ ২/৪৫)। ওয়েস্ট ইন্ডিজ ইনিংস- ২২১/১০; ৪৩.৪ ওভার (পল ৬৫, পোপ ৬০; মাহমুদ ৪/৪২)। ফল ॥ ইংল্যান্ড অনুর্ধ-১৯ দল ৬১ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ড্যান লরেন্স (ইংল্যান্ড অনুর্ধ-১৯)। জিম্বাবুইয়ে-ফিজি ম্যাচ ॥ ফিজি অনুর্ধ-১৯ ক্রিকেট দলের প্রথম ম্যাচেই নিজেদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। শক্তিশালী ইংল্যান্ডের কাছে ২৯৯ রানের বিশাল ব্যবধানে পরাজয় দিয়ে শুরু করা দলটি শুক্রবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় জিম্বাবুইয়ের। কিন্তু টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে তারা। জিম্বাবুইয়ের অফস্পিনার ওয়েসলি মাধেভেরি ও লেগস্পিনার ব্লেসিং মাভুতা ভয়ঙ্কর বোলিং করেন। মূলত স্পিন আক্রমণের বিরুদ্ধেই অসহায় ফিজির ইনিংস মুখ থুবড়ে পড়ে ২৭.৪ ওভারে মাত্র ৮১ রানে। কাকাকাকা টিকোইসুভা সর্বোচ্চ ১৯ রান করেন। মাধেভেরি মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করেন। জবাবে জিম্বাবুইয়ে মাত্র ১৮.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৮৪ রান তুলে জয় ছিনিয়ে নেয়। এটি তাদের চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয়। তবে সুপার লীগে উঠতে হলে আরও একটি ম্যাচ জিততে হবে তাদের। ফিজি আপাত দৃষ্টিতে বিদায় নিশ্চিত হলেও সমীকরণের মারপ্যাঁচে এখনও স্বপ্ন দেখতে পারে। জিম্বাবুইয়ে যদি দু’টিতেই হারে এবং ওয়েস্ট ইন্ডিজ একটি জেতার পর ফিজির কাছে হেরে যায় সেক্ষেত্রে একটা সমীকরণ আসতে পারে। তবে সেক্ষেত্রে পরাজয়ের ব্যবধানগুলো অনেক বড় হতে হবে। স্কোর ॥ ফিজি ইনিংস- ৮১/১০; ২৭.৪ ওভার (টিকোইসুভা ১৯, ডানহ্যাম ১৫, ভেইটাচিনি ১৪; মাধেভেরি ৫/২৪, মাভুতা ৩/১৩)। জিম্বাবুইয়ে ইনিংস- ৮৪/৩ ; ১৮.৫ ওভার (সøাই ২৯*, ইভেস ২৩; ব্যালেচিকোইবিয়া ২/১৯)। ফল ॥ জিম্বাবুইয়ে অনুর্ধ-১৯ দল ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ওয়েসলি মাধেভেরি (জিম্বাবুইয়ে অনুর্ধ-১৯)। স্কটল্যান্ড-নামিবিয়া ম্যাচ ॥ টস জিতে আগে ব্যাট করতে নেমেই বিপদের মুখে পড়ে স্কটল্যান্ড অনুর্ধ-১৯। নিয়মিত বিরতিতেই উইকেট খোয়াতে থাকে নামিবিয়ার বোলারদের সাঁড়াশি আক্রমণে। শুধু লড়েছেন ওয়েইস শাহ (৪৯ বলে ৩৯) ও আট নম্বরে নামা হারিস আসলাম (৩২ বলে ৩১, ৪ চার)। কিন্তু অন্যদের ব্যর্থতায় সংগ্রহ বড় হয়নি। ৩৬.৩ ওভারে মাত্র ১৫৯ রানেই মুখ থুবড়ে পড়ে স্কটিশদের ইনিংস। ভ্যান লিনজেন ১৯ রানে নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে ওপেনার লফটি ইটনের অপরাজিত ও নিকো ডেভিনের অর্ধশতকে মাত্র ২৬ ওভারেই ১ উইকেটে ১৬২ রান তুলে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় নামিবিয়ার যুবারা। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচ ছিল উভয় দলের। ইটনের অলরাউন্ড নৈপুণ্যে ৯ উইকেটের বিশাল জয়ে শুভসূচনা করলো নামিবিয়া। আর শুরুটা বাজে হলেও স্কটিশদের সুযোগ আছে আরও দুই ম্যাচ। স্কোর ॥ স্কটল্যান্ড ইনিংস- ১৫৯/১০; ৩৬.৩ ওভার (ওয়েইস ৩৯, আসলাম ৩১; লিনজেন ৩/১৯, ইটন ২/১৩, ব্রিটস ২/৩৬, ভ্যান উইক ২/৪০)। নামিবিয়া ইনিংস- ১৬২/১; ২৬ ওভার (ইটন ৬৭*, ডেভিন ৫২, গ্রিন ৩৯*; আসলাম ১/২৩)। ফল ॥ নামিবিয়া অনুর্ধ-১৯ দল ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ লফটি ইটন (নামিবিয়া অনুর্ধ-১৯)।
×