ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে স্কুলের মাঠে শিক্ষা প্রকৌশল অধিদফতর ভবন

প্রকাশিত: ০৫:৩৮, ৩০ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে স্কুলের মাঠে শিক্ষা প্রকৌশল অধিদফতর ভবন

রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের মাঠে শিক্ষা প্রকৌশল অধিদফতর নিজস্ব ভবন নির্মাণ শুরু করায় খেলাধুলার জায়গা পাচ্ছে না শিক্ষার্থীরা। ক্ষুদে শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি, ভবনটি অন্যত্র সরিয়ে নিলে কেটে যাবে সব সঙ্কট। তবে বিষয়টি মানতে নারাজ শিক্ষা প্রকৌশল অধিদফতর। রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল মাঠে খেলাধুলার পাশাপাশি দুরন্তপনায় মেতে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। তবে সম্প্রতি নগরীর উপশহর এলাকার একমাত্র এই মাঠটিতে ছয়তলা ভিত্তির দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু করেছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। এতে খেলার মাঠের পরিধি একেবারে সীমিত হয়ে পড়ছে। স্কুল নির্মাণের জন্য হাউজিং স্টেট ১৯৬৯ সালে ৮৪ কাঠা জমি স্যাটেলাইট টাউন হাইস্কুল কর্তৃপক্ষকে দেয়। রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের দাবি ১২ কাঠা জমি নিয়ে দাফতরিক ভবন নির্মাণের কারণে খেলতে কোন অসুবিধা হবে না। অবশ্য রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আয়েশা খাতুন বলছেন, তারা পরিস্থিতির শিকার। জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রধান নির্বাচক সাইফুল্লাহ খান জেম মনে করেন, এভাবে মাঠগুলো দখল হয়ে যাওয়ায় কমে আসছে ভাল খেলোয়াড় তৈরির সম্ভাবনা। স্যাটেলাইট টাউন হাই স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে শিক্ষার্থী রয়েছে ৩৫০ জন। শিক্ষা প্রকৌশল অধিদফতর জানিয়েছে, ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবনটির কাজ শেষ হতে সময় লাগবে এক বছর। Ñস্টাফ রিপোর্টার,
×