ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিলেটে পশুর হাটের দখলে খেলার মাঠ

প্রকাশিত: ০৫:৩৭, ৩০ জানুয়ারি ২০১৬

সিলেটে পশুর হাটের দখলে খেলার মাঠ

স্টাফ রিপোর্টার, সিলেট ॥ সিলেট নগরীর উত্তর-পূর্বাঞ্চলে কোন খেলার মাঠ না থাকায় অর্থমন্ত্রীর সহায়তায় এলাকাবাসী টিলাকেটে শাহী ঈদগাহে কয়েক বছর আগে তৈরি করে মাঠ। এরপর সদর উপজেলা পরিষদকে মাঠ পরিচালনার দায়িত্ব দেয় জেলা প্রশাসন। কিন্তু সে মাঠেও খেলার কোন সুযোগ নেই। বিভিন্ন মেলা কিংবা গরু-ছাগলের হাট বসে বছরজুড়ে। কয়েক মাস আগে শেষ হওয়া মহিলা পুলিশ কল্যাণ সমিতির মেলার স্থাপনা এখনও সরানো হয়নি। সারামাঠে ছড়িয়ে আছে ইট আর পাথর। শিশুরা মাঠের একটি অংশের ইট সরিয়ে খেলছে ক্রিকেট। সময় সংবাদের ক্যামেরা দেখে দৌড়ে এসে তারা জানায়, ইট বিছানো মাঠে খেলতে গিয়ে প্রায়ই কেটে যায় পা। এলাকাবাসীর পাশাপাশি মাঠের দেয়াল ঘেঁষা স্কলার্স হোম স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও এই মাঠে খেলাধুলা করত। মাঠটি খেলার উপযোগী করার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। তবে এই মাঠে মেলার কোন স্থাপনা নেই দাবি করে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ জানালেন, আগামীতে আর মেলা দেয়া হবে না এখানে। প্রায় তিন একর জায়গার এ মাঠে আগামীতে উপজেলা স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে সদর উপজেলা পরিষদ। ইটের মতো মাঠের সর্বত্র ছড়িয়ে রয়েছে ভয়াবহ কাচের টুকরো। আবার কোথাও রয়েছে লোহার পাত। এলাকাবাসী বলছেন, দ্রুত এগুলো সরানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই মাঠে।
×