ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের সুপ্রীমকোর্টে গর্ভপাতের অনুমতি চাইবে মানবাধিকার গোষ্ঠী

জিকার ভ্যাকসিন পেতে কয়েক বছর সময় লাগবে ॥ মার্কিন বিশেষজ্ঞ

প্রকাশিত: ০৫:৩৩, ৩০ জানুয়ারি ২০১৬

জিকার ভ্যাকসিন পেতে কয়েক বছর সময় লাগবে ॥ মার্কিন বিশেষজ্ঞ

জিকা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন পেতে বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে। মার্কিন স্বাস্থ্য বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা বলেন। মশাবাহিত ভাইরাসটির ব্যাপকভাবে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের মধ্যেই এমনটি জানালেন তিনি। জিকার কোন চিকিৎসা কিংবা ভ্যাকসিন নেই। এর পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্যসংস্থা বলছে, আমেরিকা মহাদেশজুড়ে জিকা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এ অঞ্চলের প্রায় ৪০ লাখ লোক জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর এলার্জি এ্যান্ড ইনফেকশাস ডিজিজ’র পরিচালক এ্যান্থনি ফসি বলেন, জিকা ভাইরাস ভ্যাকসিন তৈরিতে মার্কিন সরকার দু’ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা এ বিষয়ে বেশ আশাবাদী। তবু মনে করা হচ্ছে চলতি বছর এমনকি আগামী কয়েকবছরেও প্রতিষেধক আবিষ্কার সম্ভব নাও হতে পারে। খবর এএফপির। ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশান (সিডিসি) গর্ভবতী ও গর্ভধারণে আগ্রহী নারীদের ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ভ্রমণে না যেতে সতর্ক করেছে। জিকা ভাইরাস ১৯৪৭ সালে প্রথম ধরা পড়লেও এবারের মতো এত ব্যাপকভাবে কখনই ছড়িয়ে পড়েনি। এখনও পর্যন্ত জিকা সম্পর্কে খুব কমই জানা গেছে। মশাবাহিত জিকা ভাইরাসে গর্ভবতী নারীরা আক্রান্ত হলে অপরিণত মস্তিষ্কের শিশু জন্ম নেয়। ব্রাজিলের আইনজীবী, মানবাধিকার কর্মী ও বিজ্ঞানীদের একটি গোষ্ঠী দেশটির সর্বোচ্চ আদালতে জিকা ভাইরাসে আক্রান্ত নারীদের গর্ভপাতের অনুমতি দিতে পিটিশন দাখিল করবে। ব্রাজিলে ২০১২ সাল থেকে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য নারীদের গুরুতর স্বাস্থ্যগত সমস্যা ও ধর্ষণের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। বিবিসি জানায়, নতুন এই পিটিশন দুই মাসের মধ্যে সুপ্রীমকোর্টে দাখিল করা হবে। এতে বলা হয়, ব্রাজিলে জিকা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। এজন্য রাষ্ট্র দায়ী, কারণ রাষ্ট্র এডিস মশা নির্মূলে সফল হয়নি।
×