ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিরাপদ রাষ্ট্রের তালিকায় আলজিরিয়া, মরক্কো তিউনিসিয়া

শরণার্থী ঢল ঠেকাতে জার্মানিতে অভিবাসন আইন কঠোর হচ্ছে

প্রকাশিত: ০৫:৩২, ৩০ জানুয়ারি ২০১৬

শরণার্থী ঢল ঠেকাতে জার্মানিতে অভিবাসন আইন কঠোর হচ্ছে

জার্মানি অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে নয়া পরিকল্পনা প্রকাশ করেছে। এর অংশ হিসেবে আলজিরিয়া, মরক্কো ও তিউনিসিয়াকে নিরাপদ রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা এখন জার্মানিতে আশ্রয় পাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল। খবর বিবিসির। খসড়া পরিকল্পনা অনুযায়ী, নিরাপদ রাষ্ট্রের তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা জার্মানিতে আশ্রয় পাবে না। ওই দেশগুলো থেকে আসা অভিবাসীদের আশ্রয় দেয়া হবে অপ্রত্যাশিত। গত বছর ১১ লাখেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে গ্রহণ করা জার্মানি অভিবাসী আইন কঠোর করার লক্ষ্যেই নয়া এই পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে গ্রীসের এক দ্বীপে অভিবাসী প্রত্যাশীদের নৌকাডুবে ২৬ জন মারা গেছে। সামোস দ্বীপের ও তুরস্কের কাছে অভিবাসীরা মারা যায়। যাদের মধ্যে ১০ জন শিশু ছিল। অর্থমন্ত্রী গ্যাব্রিয়েলের সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গে চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস এবং তাদের বাভারিয়াভিত্তিক সহযোগী দল দ্য ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের আলোচনার পর এ খসড়া পরিকল্পনার সিদ্ধান্ত নেয়া হয়। পরে পরিকল্পনাটির ঘোষণা দেন অর্থমন্ত্রী গ্যাব্রিয়েল। প্রস্তাবিত এই পরিকল্পনার ব্যাপারে ইতোমধ্যে মরক্কো সাড়া দিয়েছে। দেশটির কোন নাগরিক অবৈধভাবে জার্মানিতে গিয়ে থাকলে তারা তাকে ফিরিয়ে নেবে বলে জানিয়েছে। তবে ক্ষমতাসীন জোটের তৈরি এই প্রস্তাবনায় কঠোর আশ্রয়নীতির কথা বলা হয়েছে। সেটি অনুমোদিত হলে আশ্রয় পাওয়া ব্যক্তি দুই বছরের মধ্যে তার কোন আত্মীয়কে জার্মানিতে আনতে পারবেন না। নয়া এই পরিকল্পনায় আরও বলা হয়েছে, দেশটিতে যাদের অভিবাসনের আবেদন প্রত্যাখ্যাত হবে তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। খসড়া এই প্রস্তাবনাটি আইনে পরিণত হতে সরকার এবং পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।
×