ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌতুকলোভী স্বামীর এ্যাসিড নিক্ষেপে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৫:২৩, ৩০ জানুয়ারি ২০১৬

যৌতুকলোভী স্বামীর এ্যাসিড নিক্ষেপে স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ যৌতুক পরিশোধ না করায় স্বামীর এ্যাসিড নিক্ষেপে স্ত্রী পূর্ণিমার (২০) মুখ ঝলসে যাওয়ার পর বাঁচার আকুতি নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে। চার সপ্তাহ টিকে ছিল। শেষ পরিণতি শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যায়। এই ঘটনায় মামলা দায়ের হয় বগুড়া সদর থানায়। পুলিশ এ্যাসিড সন্ত্রাসী স্বামী সুমনকে গ্রেফতার করতে পারেনি। তার (সুমন) বাড়ি বগুড়া সদরের মাটিডালি হাজীপাড়া গ্রামে। সে এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বছর দু’য়েক আগে সুমনের বিয়ে হয় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার বেলোয়া চৌধুরীপাড়ার রবিউল ইসলামের মেয়ে পূর্ণিমার সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে পূর্ণিমার স্বামী সুমন তার শ্বশুর মোহাম্মদ আলী ও শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে ৮০ হাজার টাকা যৌতুক ও ৬০ হাজার টাকার আসবাবপত্র দেয়ার পরও দাবি করতেই থাকে। গত বছর ডিসেম্বর মাসের শেষে সুমন স্ত্রীকে ১০ হাজার টাকা আনতে বলে, এ নিয়ে বাগবিত-া হয়। জানুয়ারি মাসের প্রথম দিন রাতে সুমন এ্যাসিড নিক্ষেপ করে স্ত্রীর মুখে। দ্রুত পূর্ণিমাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ১২ জানুয়ারি সদর থানায় মামলা দায়ের হয়। স্বামী সুমনকে পলাতক দেখানো হয়েছে। নিহত পূণিমার সাত মাসের এক সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতারে গাফিলতি করছে।
×