ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়বাংলা ও ৩০ লাখ শহীদকে মেনে শক্তিশালী বিরোধী দল গড়ে উঠুক ॥ মুনতাসীর মামুন

প্রকাশিত: ০৫:২২, ৩০ জানুয়ারি ২০১৬

জয়বাংলা ও ৩০ লাখ  শহীদকে মেনে  শক্তিশালী বিরোধী দল গড়ে উঠুক ॥ মুনতাসীর মামুন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ জানুয়ারি ॥ বিশিষ্ট গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শক্তিশালী বিরোধী দল গড়ে উঠুক তা আমরা চাই। তবে ওই বিরোধী দলকে জাতির জনক, মুক্তিযুদ্ধ, জয়বাংলা ও ৩০ লাখ শহীদকে মেনে গড়ে উঠতে হবে। যারা গণতন্ত্র রক্ষা হয়নি বলেন তাদের বলতে হবে বিদেশে এমন কোন উদাহরণ নেই যেখানে রাষ্ট্রপ্রধান কিংবা নির্বাচন কমিশন কাউকে নির্বাচনে অংশগ্রহণের জন্য মিনতি করে। কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেখানে রাষ্ট্রপ্রধান বা নির্বাচন কমিশনের কিছু করার নেই। তিনি শুক্রবার রাতে কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনে ৩ দিনব্যাপী ৬ষ্ঠ কুমিল্লা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন শেষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমিল্লা সাংস্কৃতিক উৎসবের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট হাবিব উল্লা চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সমাজ সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ্ কামাল। বক্তব্য রাখেন কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, জহিরুল হক দুলাল, ড. আলী হোসেন চৌধুরী, আরশাদ সিদ্দিকী, আবুল হাসানাত বাবুল, আবুল কাশেম হৃদয়, কাজী সাইমুল হক প্রমুখ। সেমিনার শেষে একক সঙ্গীত পরিবেশন করেন জান্নাত-এ ফেরদৌসী। এর আগে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ এবিএম খোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উৎসবের পরিচালক মঞ্জুরুল আজিম পলাশ, গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক মেসবাহ কামাল, ফখরুল রচি, সংস্কৃতিকর্মী হাবিবুস সাকেরীন, ফারহানা আনন্দময়ী প্রমুখ। সেমিনারের প্রধান অতিথি অধ্যাপক মুনতাসীর মামুন আরও বলেন, গত সংসদ নির্বাচন ঠেকানোর নামে যারা সাড়ে ৫শ’ স্কুল পুড়িয়েছে এবং সম্প্রতি আলাউদ্দিন খাঁর স্মৃতিশালা ধ্বংস করেছে তাদেরও স্মৃতিচিহ্ন নষ্ট করার অধিকার আমাদের রয়েছে।
×