ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় চুরির অভিযোগে দুই যুবককে গাছে বেঁধে হাতুড়ি পেটা

প্রকাশিত: ০৫:২২, ৩০ জানুয়ারি ২০১৬

চকরিয়ায় চুরির  অভিযোগে  দুই যুবককে গাছে বেঁধে হাতুড়ি পেটা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের চকরিয়ায় দোকানে চুরির অভিযোগ তুলে বাড়ি থেকে ধরে এনে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে হাতুড়ি দিয়ে অমানবিক নির্যাতন করেছে সন্ত্রাসীরা। নির্যাতনের পর শরীরের কাপড়-চোপড় খুলে প্রচ- শীতে অসহায় ওই দুই যুবককে দুই ঘণ্টা পুকুরের পানিতে গলা সমান চুবিয়ে রাখা হয়। শুক্রবার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাতুড়ি দিয়ে আঘাত করার কারণে তাদের শরীর থেঁতলে গেছে। অহেতুক ক্ষতিগ্রস্ত দুই যুবক জানান, এহেন বর্বর নির্যাতন চালানোর বিষয়ে কোথাও কোন ধরনের সালিশ-নালিশ বা থানায় গেলে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে সন্ত্রাসীরা। এজন্য পারছে না তারা সইতে এবং পারছে না ঘটনার বিবরণ দিতে। এ কারণে ভীত সন্ত্রস্ত্র গরিব পরিবারের যুবকদ্বয় নির্যাতনের শিকার হয়েও আইনের আশ্রয় নিতে পারছে না বলে জানা গেছে। বুধবার ভোরে হারবাং মুসলিমপাড়া গফুরের দোকান এলাকায় এ ঘটনা ঘটলেও পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার ওই দুই যুবককে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে জানাজানি হয়ে পড়ে বর্বর কায়দায় নির্যাতনের এ ঘটনা। জানা গেছে, মঙ্গলবার রাতে হারবাং মুসলিমপাড়ার জুবাইর হোসেনের কাঁচামালের দোকানে চুরির অভিযোগ এনে সন্ত্রাসী কায়দায় টিপু’র নেতৃত্বে ৫-৬ সন্ত্রাসী অনেকটা ফিল্মি স্টাইলে বাড়ি থেকে ধরে আনে শান্তিনগর এলাকার মোহাম্মদ বাবুলের পুত্র পরিবহন শ্রমিক হেফাজ উদ্দিন ও উত্তর নুনাছড়ি গ্রামের শাহআলমের পুত্র কাঠমিস্ত্রী আমজাদ হোসেনকে। আক্রান্ত পরিবারের সদস্যরা জানায়, পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে টিপু ও তার সহযোগীরা কথিত চুরির অপবাদে দুই যুবককে বাড়ি থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ঠা-া পানিতে চুবিয়ে রেখে অমানবিক নির্যাতন করেছে। আহত হেফাজ উদ্দিনের বাবা মোহাম্মদ বাবুল জানান, এ ঘটনায় হামলাকারী টিপু এবং তার সহযোগীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে তারা সাহস পাচ্ছেন না।
×