ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:১৮, ৩০ জানুয়ারি ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের মেধাবী ছাত্রী ময়মুনা আক্তার চম্পার (২৩) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় দু’লাখ টাকা। কিন্ত চম্পার পিতা মোঃ আব্দুল আজিজের পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন পানকাঠী গ্রামে তাঁদের বাড়ি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। অনেক আগেই মা মজেদা বেগম মারা গেছেন। চার ভাইবোনের মধ্যে চম্পা সবার বড়। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে নিরাপত্তাকর্মীর কাজ করে সংসার চালান আব্দুল আজিজ। টাকার অভাবে চম্পার চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, চম্পার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তাঁর অসহায় পিতা মোঃ আব্দুল আজিজ। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৪১০২৮২২৬ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-ময়মুনা আক্তার চম্পা, কাঁচপুর শাখা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, হিসাব নং -২৪৪৯৯। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×