ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এরশাদ-রওশন পৃথক ফ্লাইটে চট্টগ্রামে

প্রকাশিত: ০৫:১৫, ৩০ জানুয়ারি ২০১৬

এরশাদ-রওশন পৃথক ফ্লাইটে চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার, চটগ্রাম অফিস ॥ একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। শুক্রবার নভো এয়ারের দুটি পৃথক ফ্লাইটে তারা চট্টগ্রামে আসেন। বেলা সাড়ে ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদ চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান। অন্যদিকে, বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম আসেন রওশন এরশাদ। এদিন রাজনৈতিক কোন কর্মসূচী না থাকলেও স্থানীয় রাজনীতিতে নিজেদের সমর্থন তুলে ধরায় তৎপর ছিলেন নেতাকর্মীরা। জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব জানান শুক্রবার পার্টির ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম ও সাংসদ মাহজাবিন মোরশেদ এমপির ছেলের বিয়ে। বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা চট্টগ্রামে এসেছেন। দু’জনে র‌্যাডিসন ব্লুতে উঠেছেন। বিয়ের অনুষ্ঠানের বাইরে চেয়ারম্যান মহোদয় ক্যান্টমেন্টের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে তিনি জানান। সূত্র জানায়, নভো এয়ারের একটি ফ্লাইটে হুসেইন মুহম্মদ এরশাদ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে পার্টির প্রেসিডিয়াম সদস্য, কোতোয়ালি আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম স্বাগত জানান। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম জানান, আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিকেলে নভো এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রামে এসে পৌঁছেছেন বর্তমান বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।
×